মগের মুল্লুকে ত আর বাস - TopicsExpress



          

মগের মুল্লুকে ত আর বাস করি না! ইদানীং foodbankers অভিযোগ দেখছি ... খাবারের দাম কস্টিংয়ের চেয়ে চার/পাঁচ গুণ বেশি, খাবারে চুল-পোকা, পচা বাসি খাবার, MRP লেখা থাকার পরও দিগুণ দাম নেওয়া সাথে আবার সার্ভিস চার্জ ও ভ্যাটের ধকল, আদতে এই ভ্যাটও তারা ঠিকমতো যথাযথ কর্তৃপক্ষকে পরিশোধ করে না, এইসব অনিয়ম দেখার যেন কেউ নেই তাই দেখতে হবে আপনাকেই! জাস্ট একটু সচেতন হোন! বাজে খাবারের পিক তুলে নিন, বিলের কপি রাখুন। সশরীরে না পারলে ফোনে অভিযোগ দিন সরকারের কনসারন্ড অথরিটিকে।আমি এই কাজটি করি। দেশের বাইরে দেখেছি,করেছি। অভিযোগ করলেই একশন, নো মার্সি! এখানেও হবে। কমপ্লেইন করেন, ফোন দিন। আমার আপনার দশটা ফোনে কুম্ভকর্ণের ঘুম ভাংবেই! চুদুরবুদুর আর চইলত ন!! অযৌক্তিক বিলের কপিটা এখানে দিন,পিক দিন। এই পোস্ট চাপা পরে গেলে ইনবক্স মি। Foodies who are disappointed with the excessive & illogical bills & bad foods from food shops are requested to upload their bill copy here so a proper channel could be encountered to assist the shoppers revise their rates & qualities to satisfy consumers as per existing law. #Together_We_Can_Change
Posted on: Wed, 29 Oct 2014 11:32:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015