((( মনোযোগ দিয়ে পড়ুন ))) একজন - TopicsExpress



          

((( মনোযোগ দিয়ে পড়ুন ))) একজন বার্সা ফ্যান হয়েও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দক্ষতা প্রতিভা আর মেধা সেই সাথে গোল করার অসাধারন প্রতিভা নিয়ে আমার বিন্ধুমাত্র সন্ধেহ নেই। সন্ধেহ নাই এই ভেবে যে যে কোন ক্লাবের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো অসাধারন এক প্রতিভা হিসাবে, তাছাড়াও বিন্দু মাত্র সন্দেহ নেই এই ভেবে যে লিওনেল মেসিকে চ্যালেঞ্জ জানানোর মত একমাত্র খেলোয়াড়ই হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে হ্যাঁ প্রশ্ন আর সন্দেহ এইখানে যে একজন ভাল প্লেয়ার হয়েও ক্রিস্টিয়ানো রোনাল্ডো একজন প্রগতিশীল কিংবা উচু মনের মানুষ হতে আজও পারল না, প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি বিন্ধুমাত্র সন্মান যে তার নেই তা অতিতেও দেখিয়াছি। অতীতেও দর্শকগণ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর উদ্ধত আচরণ, নিজের ঢোল নিজেই পিটিয়ে বেড়ানো আর সেই সাথে বহু নারীর স্পর্শে যাওয়ার কালিমা স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বারাই প্রত্যক্ষ করিয়াছি। সাম্প্রতিক সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার যৌথভাবে লুইস সুয়ারেজ ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পেলেও শুধু মাত্র উদ্যত মানসিকতা অহংকারী চরিত্রের কারনেই সুয়ারেজের সাথে যৌথভাবে পুরষ্কার নিতে অস্বীকৃতি জানিয়ে নিজেকে পুরষ্কার বিতরণীর মঞ্চ থেকে ফিরিয়ে নেয়। শুধু তাই নয় কেন সেই পুরষ্কার নিল না সেটার ব্যাখ্যা ও প্রতিপক্ষ সুয়ারেজকে শুভেচ্ছা জানানোর মত দৃশ্যও দেখা যায় নি। অতীতেও ব্যালন ডি আর পুরস্কার মঞ্চে লিওনেল মেসির হাতে পুরষ্কার দেখে মুখ বিকৃত সহ নানা অঙ্গভঙ্গির ইতিহাস ফুটবল ফ্যানরা উপলদ্ধি করিয়াছি। A player is not only a player,He is a role model of young generation but sorry to say he can be a good player but couldn’t reach in highest modest
Posted on: Sat, 18 Oct 2014 07:23:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015