মহালয়া.....মহালয়া মানেই - TopicsExpress



          

মহালয়া.....মহালয়া মানেই রেডিও...মহিষাসুরমর্দিনী...ছোট্টবেলা....4টে বাজার আগেই রেডিও অন্.....কু-উউউ....তারপর ঘোষণা... আকাশবানী কলকাতা...অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে কলকাতা ক,খ ও যুববানী প্রচারতরঙ্গে...মহিষাসুরমর্দিনী....সানাই...মালকোষ...ইয়া চন্ডী...আর তারপরেই....সেই কন্ঠ....আশ্বিনের শারতপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির...পাড়ার সব বাড়ির সমস্ত রেডিও থেকে ফুল ভলিয়ুমে সেই আওয়াজ একসঙ্গে মিলেমিশে যেন দশদিক ছাপিয়ে যেত....তারপর একে একে -বাজল তোমার আলোর বেণু...জাগো তুমি জাগো...ওগো আমার আগমনী...তব অচিন্ত্য পেরিয়ে যখন সন্ধ্যা মুখোপাধ্যায় বিমানে বিমানে ধরেছেন...হালকা আলো ফুটছে তখন... একদল বাচ্চা ফুল তুলতে বেড়িয়েছে...সামনের মাঠে ফুটবল নিয়ে রেডি বুলান,পুটাই, দেবাশিস, বাম্বি রা...নেমে আয় টাবু...খেলতে খেলতেও কান পড়ে থাকত হে চিন্ময়ী, অমলকিরণে ত্রিভূবনমনহারিনী তে ...আর শেষে যখন পঙ্কজবাবু - জয়ন্তী মঙ্গলা কালী ধরলেন বুঝলাম একটু পরেই অনেক নাম ঘোষণা হবে...এইবার মিষ্টির দোকানে কাদামাখা ফুটবল হাতে জিলিপী সন্দেশের পালা... কোথায় হারিয়ে গেল সেই সব অল্প পাওয়ার দিন... CD, casette, internet আর সর্বশেষ এই traffic signal এর মাইক... কেড়ে নিল আমার ছোটবেলার মহালয়া ।।।
Posted on: Mon, 22 Sep 2014 20:09:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015