মহড়া চলছে; ৩টি কল্পিত - TopicsExpress



          

মহড়া চলছে; ৩টি কল্পিত শত্রু-ড্রোনে ক্ষেপণাস্ত্রের আঘাত মুহাম্মাদ রাসুলুল্লাহ (স.) নামে চলমান সামরিক মহড়ার তৃতীয় দিনে ইরান আজ (শনিবার) আরো কিছু সমরাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে । এর মধ্যে ‘শালামচে’ ক্ষেপণাস্ত্র অন্যতম । ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘মেরসাদ’ থেকে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় । আজ কল্পিত শত্রুর তিনটি ড্রোন লক্ষ্য করে তিনটি শালামচে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তিনটি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদ করেছে । এই প্রথমবার ইরানের সামরিক বাহিনী মেরসাদ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কল্পিত শত্রু-ড্রোন লক্ষ্য করে শালামচে ক্ষেপণাস্ত্র ছুড়লো । এর আগে গতকাল ইরানের কম্ব্যাট হেলিকপ্টার কোবরা থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় । মহড়ায় ইরানে তৈরি জুলফিকার ও সামসাম ট্যাংক এবং ট্যাংক বহনকারী নতুন সামরিকযান ব্যবহার করা হয় । ট্যাংক বহনকারী নতুন সামরিকযানের ফলে ইরান দ্রুত যুদ্ধক্ষেত্রে ট্যাংক মোতায়েন করতে পারবে । এগুলোর পাশাপাশি মাইনপাতা গাড়ির পরীক্ষা চালানো হয়েছে । এ সামরিক যানটি খুবই অল্প সময়ের মধ্যে বিরাট এলাকায় মাইন পাততে পারে । ইরানের পদাতিক বাহিনী শাহিন ড্রোনসহ বেশ কয়েকটি ড্রোনেরও পরীক্ষা করেছে । এসব ড্রোন থেকে সফলভাবে তথ্য সংগ্রহ ও নজরদারির কাজ করা হয় । গত বৃহস্পতিবার থেকে ছয় দিনব্যাপী এ সামরিক মহড়া শুরু হয়েছে । খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটি এতে সার্বিক সহযোগিতা দিচ্ছে । আরো ছবি: theiranproject/blog/2014/12/27/photos-iran-test-fires-shalamcheh-ground-to-air-missiles-in-wargame/
Posted on: Sat, 27 Dec 2014 09:42:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015