মুসলিম ভাইদের জন্য বিশেষ - TopicsExpress



          

মুসলিম ভাইদের জন্য বিশেষ একটা পোস্ট। # মুসলিম পরিবারে শিশু জন্মের পর আযান দেওয়া হয়। আমার মনে প্রশ্ন ছিল কেন এ আযান দেয়া হয়? ** কারণ আযান দেওয়ার উদ্দেশ্য নামাযের আহ্ববান করা। শিশু জন্মের সাথে সাথে তাকে নামাযের আহ্ববান করার কি প্রয়োজন? ** আজ এ প্রশ্নের উত্তর পেলাম। আমি এতদিন জানতাম না, আমার জন্মের পর পরই আমার জানাযার নামাযের আযান দিয়ে দেওয়া হয়েছে। আমাকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে, আমার জীবন আযান আর নামাযের মধ্যবর্তী সময়ের মতই ক্ষণস্থায়ী। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং সময়ের মূল্য দিতে শিখুন। ইসলামের প্রতিটা আনুষ্ঠানিকতাই এত সুন্দর অর্থবহ ও তাৎপর্যপূর্ণ। সুবহান-আল্লাহ। লাইক অথবা শেয়ার হবে নাকি মুসলিম ভাইয়েরা??
Posted on: Thu, 11 Jul 2013 09:51:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015