❝মুসলিম হওয়ার বিষয়টা - TopicsExpress



          

❝মুসলিম হওয়ার বিষয়টা এমন না যে বললাম আর হয়ে গেলাম rather এখানে কিছু set of belief থাকে। এগুলা মেনেই তবে আমরা নিজেদের মুসলিম বলে দাবি করতে পারি। এরপর ইসলাম প্র্যাকটিসের বিষয়টা আসে। ইসলামের অবস্থান যেখানে স্পষ্ট কিংবা সাদা বা কালো সেটাকে সাদা বা কালো হিসেবে মেনে নেওয়াটাই ঈমান আর এরপর আপনি কি করছেন, কি ভাবছেন, কতটুকু পালন করছেন এসবকিছুই আপনার ঈমানের লেভেল নির্ধারণের নিয়ামক!! ঈমানটা নির্ভর করে আপনার নিজের উপর আপনি কিভাবে এটাকে take care করছেন তার উপর। এই বিষয়টা খুবই জরুরী নিজের অবস্থানটা নিজের কাছে স্বচ্ছ রাখা নিজের স্বার্থেই not for ALLAH আজ্বাওয়াজাল। কারন তিনি আপনাকে জানেন, আপনার মনের খবর রাখেন স্বচ্ছ কাচের গ্লাসে রাখা স্বচ্ছ পানির চেয়েও স্বচ্ছভাবে। তাই কেউ যদি মনে করে মানুষের সামনে show off করে, বিশাল লম্বা দাঁড়ি, লেবাস নিয়ে, হিজাব করে, ফেসবুকে ইসলামের পোস্ট মেরে slave to ALLAH লেভেলে ঈমানদার হওয়া যাবে তাহলে সেটা নিজের নিজেকে ধ্বংস করা ছাড়া কিছুই নয়। নিজেকে প্রথমে নিজের কাছে স্পষ্ট করুন, স্বচ্ছ করুন, নিজের প্রতি নিজের সততার পরীক্ষা করুন। আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আপনার কাজে সবাই খুশি হবে এটা আশা করাটাও ভুল। আমরা খুশি করতে চাইব মহান আল্লাহকে। এটা একটা amazing truth যে আপনার সবকিছু আল্লাহ্ মনিটর করছেন প্রতিটা মুহূর্তে। তাহলে লোকদেখানো ইসলাম, ভেজাল ঈমান, ইসলাম+শয়তান একসাথে নিয়ে আপনি ultimately কি করছেন?? নিজের ক্ষতি নিজেই করছেন। ঈমান কমাচ্ছেন, ঈমানের লেভেল হারাচ্ছেন। নিজের প্রতি সততা হারাচ্ছেন, আল্লাহ্র প্রতি সততা হারাচ্ছেন। নিজের লাভটা নিজেকে বুঝতে হয়। নিজের ক্ষতিটাও নিজেকেই বুঝতে হয়। কারন দুইটাই আপনারই স্বার্থে। বুঝা গেছে বিষয়টা??❞
Posted on: Mon, 19 Jan 2015 10:37:39 +0000

Trending Topics



le="min-height:30px;">
WitBuy Beaded Lace Bodice With Net Chapel Train Wedding Dress

Recently Viewed Topics




© 2015