ম্যাচের বয়স তখন ৪৩ - TopicsExpress



          

ম্যাচের বয়স তখন ৪৩ মিনিট। কিছুক্ষন আগেই গ্যারেথ বেলের গোলে এগিয়ে গিয়েছে রিয়াল। কিন্তু তখনই রাইট ফ্লয়াঙ্কের কাছে বিপজ্জনক পজিশনে ফ্রি কিক পেলো আলমেরিয়া, কিক নিবেন ৩৯ মিনিটে সমতা ফিরানো ভেরজা। একটু পিছনে ফিরে তাকাই। গত তিন মাস ধরে জয়হীন, কোচ বিহীন একটা দলকে ৮টা-৯টা গোল দিয়ে হারানোটাই টানা ১৯ ম্যাচ জয়ী রিয়ালের জন্য স্বাভাবিক বলে মনে করেছিলো ফুটবল বোদ্ধারা। কিন্তু সবার ধারনাকে ভুল প্রমান করে কোচবিহীন আলমেরিয়া যেন রিয়ালকে একটু একটু করে ভয় পাইয়ে দিচ্ছিলো। জেকে বসেছিলো রিয়ালের উপর, ইস্কোর গোল খেয়ে সবুর করে নি, ফিরিয়ে দিয়েছে। গ্যারেথের কল্যানে ৪২ মিনিটে আবারও এগিয়ে গেলেও ডিফেনসের দুর্বল ফাকফোকোর বন্ধ করতে খাটতে হচ্ছিলো সবাই কে। তারপর এই ফ্রি কিক। ভেরজার সুনিপুন শট, যে কেও মাথা লাগিয়ে দিলেই ঢুকে যাবে বারে। কিন্তু বলে কোনো মাথা লাগলো না। আসলে লাগতে দিলেন না এক প্রহরী, ১২ বছর আগের এক যুবা ফিরে এলেন এডিডাসের গ্লাভস-বুট আর রিয়ালের নীল জার্সি গায়ে। জোড়ালো থাবায় দুরে ঠেলে দিলেন সকল ঝুকি। হ্যা, বুড় মানুষটার আড়ালে লুকিয়ে থাকা ২০ বছর বয়সের সেইন্ট ইকার কাল বহুবার বেড়িয়ে আসতে চেয়েছে, এবং পেড়েছেও। অনেক দিন পরে হলেও যে ইকার গতকাল দেখা দিলেন, তাকে মানুষ বহুবার দেখেছে, ২০০২ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ২০০৮ ইউরো, ২০১০ ফাইনালে রোবেনের সামনে বাধা হয়ে দাড়ানো দেয়াল, ২০১২ ইউরো অথবা ২০১৪ সালে সিগনাল ইদুনা পার্কে- যেখানেই হোক, বিশ্ববাসী এই ইকারকে আগেও দেখেছে, এবং ভালোবেসেছে। এরপর আরো কিছু এটাক, রুখে দিলো রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধ। কিছুটা মার্সেলোর ধাক্কা আর কিছুটা এডগারের অতিপ্রাক্রিত ডিগবাজিতে পেনাল্টি পেলো আলমেরিয়া। আবারো ভেরেজা-ক্যাসিয়াস ডুয়েল। কিন্তু এবার বাজি ভেরেজার পক্ষে। ৪ পা পিছালেন ভেরেজা, দাড়ালেন, বাঘের মত করে দেখে নিলেন শিকার, লক্ষ। এরপর, আত্মবিশ্বাসী দৌর, আত্মবিশ্বাসী শুট। ২০১০ বিশ্বকাপে পেপে রেইনা ইকারকে শিখিয়েছিলেন পেনাল্টি ঠেনানো। ৪ বছর আগের সেই বিদ্যা হয়তো মনে পড়ে গেলো, আর ২০ বছরের তরুনটা সেই ক্ষীপ্রতা এনে দিলো ৩৩ বছরের বুড়োর গায়ে। ধারাভাষ্যকারের কন্ঠে ভেসে এলো,what a save, what a brilliant move from casillas, its the ikar weve seen before... ইকার মরে নি, ইকার শেষ হয়ে যায় নি, ইকার তো সবে জেগে উঠেছে। পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। #saint_iker #vuva_legend
Posted on: Sat, 13 Dec 2014 13:13:11 +0000

Trending Topics



s="stbody" style="min-height:30px;">
El PNP y su presidente no comprenden los procesos del Congreso.

Recently Viewed Topics




© 2015