যাক অনেক Emotional সময়ের মধ্য - TopicsExpress



          

যাক অনেক Emotional সময়ের মধ্য দিয়ে নবীন বরন ২০১৪ অনুষ্ঠান টা হল। একটা Department কিভাবে একটা Batch এর মত কাজ করে আর কিভাবে একটা Family আর মত থাকে টা CEE কে না দেখলে বুজা যাবে না। সবাই অক্লান্ত পরিশ্রম করে এটা এনেছে। Organizer হিসেবে Ratul , Nahid , Raihan তোরা বস। Actor & Director Mushfique Azmaeen তোরা সেরা। গাজিপুরের পলার সপ্ন ছিল. Superstar হয়ে দেখাইছে Jahid । Best Editor Salman Robin . সব চাইতে আকর্ষণী নাচ উপহার দিয়েছে Sarita Prithvi. এইবার প্রথম সুধু CIVIL BAND উঠছে STAGE এ। Abid Rne Prithvi . তোরা অসাধারন। Asha Robin তোদের Fashion শো শেষ মেষ আবার ও মানুষদের কাপাইছে। Juniour গুলার Dedication আর নিজ থেকে Costume Manage না করলে এটা হত না। Robin তুই শেষ হাল ধরে ছিলি। তুই ছাড়া হত না। :) আর সব সময় যে মানুষ গুলা আমদের সাথে থাকছে, এবং সম্পূর্ণ Stage decoration আর Credit যায় Disturbance (Nazia) :p এবং আমাদের জামাই Garçon (joy) :p. অসাধারন এবং অন্যতম উপস্থাপনা Prethul Rakib অস্থির। Junior গুলা এইবার মারাত্মক। 1/1 , 2/1 অসাধারন। সত্যি ই তোদের Dedication ছাড়া এটা কোন মতে ই সম্ভব ছিল না। তোদের সারা রাত জেগে পরিশ্রম চখে পানি নিয়া আসে। তোরা আত জোস কেন????? একটু বলবি। অনেক দিন পর গত কাল কাঁদছি। আমাদের এই মানুষ গুলা অনুষ্ঠানের সেশের দিকে হটাত করে এত Emotional পাগলা হয়ে যাবে বুজি নাই। সবাই গলা ধরে কান্না, কবিতার বানি, MUSFIKER নাটকের Dialogue. Ratul এর চোখের পানি লুকানো। Azomer পাগলামি। ভুলব না তোদের। ভুলব না এই মুহূর্ত। ভুলব না আমাদের গুরু দের। ভুলব না Muhurto Faruk ভাই কে। ভুলব না Rakib ভাই Irtiza Antar ভাই Saikat ভাই এর ঝারি। আর আমাদের অন্যান্য বড় ভাই গুলা আর আমদের গুরু এত অস্থির, বলার কোন ভাষা নাই। :) ভাই সত্যি তোমরা ঝারি না দিলে আমরা লুথাই থাকতাম। সবার প্রথমে শুনতাম আমরা Coloured Batch . এখন সত্যি ই WE ARE PROUD TO BE COLOURED এবং এই Colour আপনার চোখে চমক লাগিয়ে ঝলসে দিবে। CEE ROCKS
Posted on: Tue, 02 Sep 2014 08:00:29 +0000

Trending Topics



in-height:30px;"> Q. Is Investing in Financial Instrument like Stocks, Mutual Fund,
Le Grand Réveil Révélations pour la fin des temps Les
8 Things the Happiest People Do Every Day 1. They devote a
Making a public service announcement....it has come to my

Recently Viewed Topics




© 2015