যা বলবো তা বলার সময় আরো ৪ - TopicsExpress



          

যা বলবো তা বলার সময় আরো ৪ বছর আগে পার করে এসেছি,এখন এসব বলা আর ন্যাড়ার বারংবার বেল তলায় যাওয়া একই কথা।তাও বলবো,আমার মেডিকেল লাইফ অভিজ্ঞতা থেকে .... তোমার যদি নিচের গুনগুলো থাকে তবে মেডিকেলে আইসো ভালো করার আশা কোইরো না.., ১. তোমাকে ১/০ পরিমান ভাগ্য নিয়ে আসতে হবে। প্লেস করার জন্য পড়ে ফেল করলে বুঝতে হবে সকালে সূর্য উঠার মতই একটি নরমাল ঘটনা ঘটলো। ২.বুঝ আর না বুঝ চোখ খোলা রাখ আর না রাখো মুখস্ত করার ক্ষমতা থাকতে হবে। ৩.স্কুল কলেজে ১ম ২য় হলে যেমন লাগতো ধরে নিতে হবে মেডিকেলে শুধু পাশ করলেই এত মজা। 8.মেডিকেলে দিন রাত ২৪ ঘন্টা পড়া লাগেনা,২০ঘন্টা পড়লেই হয়। ৫.তুমি চিকন মোটা যাই হও SKIN টা মোটা থাকতে হবে।টিচারদের বেসম্ভব অপমান আর জনতার কসাই,পিশাচ জাতীয় বিশেষণ গুলো সহ্য করতে হবে তোমাকে। ৬.একটু অসামাজিক হতেই হবে।আত্মিয় স্বজনের বাসায় যাওয়া,খারাপ লাগলে ব্ন্ধুদের নিয়ে বেড়িয়ে পড়া এসব ভুলতে হবে। ৭.ঘুম শব্দটা তোমার মেমোরি থেকে মুছে ফেলতে পারো। এটাকে মেডিকেলে কেউ গুনেনা। ৮.স্বার্থপর তোমাকে হতে হবে,অন্তত পড়ার সময় যদি তুমি হোস্টেলে থাকো।কারন যেই মুহূর্তে তুমি পড়তে যাবে তোমার বন্ধুটি এসে সেইরকম গল্প করবে। ৯.তোমার ভেতর বস্তু সত্তা তৈরী করতে হবে। সারাদিন ক্লাস ওয়ার্ড টিউটোরিয়াল করে যখন একটু শয়ন করবে ওই মুহূর্তে তোমার এক আত্মীয় রোগী নিয়ে আসবে।আর তোমাকে আবার দৌড়াদোড়ি করতে হবে।এরকম কিছু না কিছু সবসময় করতেই হবে। ১০.শেষে আরেকটা কথা বলবো,কারো যদি টাকা পয়স থাকে,খুটির জোড় কম থাকে ভাই আসিস না।৫ বছর তো ভুগতেই হবে পরে পোস্ট গ্রেজুয়েশান এর সময় তো আরো শেষ। বলার আরো অনেক কিছু আছে।শেষ হবেনা। যারা এখনো চিন্তা করছো মেডিকেলে আসবা ভুল করিও না।মেডিকেল আর আগের মত নাই। লেখা: Sabab ahmed rizu
Posted on: Wed, 31 Jul 2013 14:03:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015