যারা অনেক অনেক একটিভ - TopicsExpress



          

যারা অনেক অনেক একটিভ ফ্রেন্ড খুঁজছেন, তারা এই স্ট্যাটাসে এসে হাজিরা দিয়ে যান। (Promote Post- 06) আমি নিশ্চয়তা দিতে পারি, এই স্ট্যাটাসে যাদের সরব উপস্থিতি থাকবে, তারা অনেকে অনেক একটিভ ফ্রেন্ড এড করতে পারবেন। যেভাবে এই স্ট্যাটাসে উপস্থিত থাকবেন। প্রথমে এই স্ট্যাটাস Like করুন। যাতে যাদের লাইক/কমেন্ট ব্লক, তারা লাইকারদের খুঁজে খুঁজে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারে। তারপর যাদের একটিভ ফ্রেন্ড দরকার তারা কমেন্ট করুন, ADD ME যারা কমেন্ট করবে, অন্যরা তাদেরকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। যাদের ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক, তারা ADD ME কমেন্টে লাইক করুন। তাহলে কমেন্টদাতা আপনাদেরকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দেবে। আমি এখানে আপনাদেরকে ৫ জন একটিভ ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা এদেরকেও ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারেন। 1. হেম ফাল্গুনী 2. কেন্দ্রহীন বৃত্ত 3. রিকম্বিনেন্ট ডিএনএ 4. অ্যালান কোয়াটারমেইন 5. মেঘনাদবধ কাব্য বিঃদ্রঃ কমেন্টে কোন ধরণের লিংক দেবেন না। বড় কমেন্টও করবেন না। করলে আনফ্রেন্ড/ব্লক করা হবে। **প্রতি শুক্রবার এরকম একটি পোস্ট দেয়া হবে।
Posted on: Fri, 01 Nov 2013 03:05:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015