যারা বিদেশী হারামীদের - TopicsExpress



          

যারা বিদেশী হারামীদের থ্রিজি ব্যবহার করবেন বলে অপেক্ষা করছেন , তাদেরকে অনুরোধ করবো আজই খোঁজ নিন আপনার এলাকায় টেলিটক থ্রিজি নেটওয়ার্ক আছে কিনা ? কারন টেলিটককে আমরা যারা দুর্বল ভেবে অবহেলা করছি . অনেক বড় ভুল করে চলেছি । কারন আজই প্রথম টেলিটক থ্রিজি ব্যবহার করলাম . আমি সন্তুষ্ট দারুন স্পীড . সাশ্রয়ী প্যাকেজ আর সবচেয়ে বড় কথা দেশের টাকা দেশেই থাকবে । আমরা যদি টেলিটককে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারি একদিন ব্রিটিশদের মত হারামী অপারেটরগুলো দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে । আসুন ষ্ট্যাটাসটি শেয়ার করে মানুষের ভুল ভেঙ্গে দিতে জনসচেতনা তৈরী করি ।
Posted on: Tue, 08 Oct 2013 19:27:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015