যে সকল ভাই এরা প্রবাসে - TopicsExpress



          

যে সকল ভাই এরা প্রবাসে আসার চিন্তা ভাবনা আছে, তাদের কে বলছি ঘুমটা বাংলাদেশে রেখে আসবেন । আমার দেখা প্রবাসের বাস্তব জীবনের গল্প, আপনি যে দেশে জাননা কেন আপনাকে এই গল্পের মুখামুখী হতে হবে । একজন প্রবাসীর নিত্যযুদ্ধ আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে : গল্প না বাস্তব, টাকার জন্য জীবনের খুশির মুহুর্তগুলোকেই বেচেঁ দিলাম পরবাসে, তাও আবার কতই না অল্প দামে দীর্ঘ প্রবাস জীবনে নিজের ইচ্ছা ভালো লাগার মুহুর্তগুলো হারিয়ে গেল সাত বছর ধরে। সোনালি দিনগুলো কোথাই চলে যায় তীর বেগে। আঘাতে লণ্ডভণ্ড করে দেয় সেই স্বপ্নগুলোকে, যে স্বপ্ন ছিল দেশে গিয়ে প্রিয়জনদের সাথে সুখে থাকব । সেই তীরের আঘাতে ক্ষতবিক্ষত করে দেয় হৃদয়টাকে, সেই আঘাতে যন্ত্রণায় দুচোখের পানিগুলো ঝর্না হয়ে ঝরে মরুভূমির পাথরে। অথচ কি ভাগ্য সেই চোখের পানি দেখার মতো কেউ নেই নির্মম প্রবাসে । ভোর ৫টায় যখন মোবাইলে এলার্মটা টিং টিং করে বেজে ওঠে তখন বুকের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে, ওই বুঝি চলে গেল গাড়িটা।৪.৪০মিনিটে গাড়ি। কখনো গাড়ি জন্য অপেক্ষা, আবার কখনো গাড়ির পেছনে দৌড়ানো । ঘুম থেকে উঠে প্রবাসে সবচেয়ে বিরক্তকর সময় হলো টয়লেটে সিরিয়াল। হবে না বা কেন, সাত জনে এক টয়লেটে। টয়লেটে ভেতরে গেলে বাইর থেকে আবার ঠক ঠক। আর আছে সেই চেনা সুরে বলে টয়লেটে কি ঘুমাও নাকি”। দুপুর ১২ টায় খাওয়া সময় কখনো তরকারি নষ্ট,আবার কখনো ভাত নষ্ট। কি আর করা। খেতে হবে। ক্ষুধা লাগলে সবই মজা। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আবার সন্ধায় ৬টায় গাড়ি করে রুমে ফেরা। তরকারি আদা রসুন কাটতে হয়। রান্নাবান্না করতে করতে ৯ টা বাজে। আবার সেই গোসলের সিরিয়াল ভাত খেতে খেতে ৯.৩০টা বেজে যায় । বাড়িতে ফোন। কিছুক্ষণ পরে বেজে যায় ১১টা। খাওয়া দাওয়া পরে রুমের মানুষ সবাই আড়ালে চলে যায় যার যার ব্যক্তিগত কাজে । আর দেওয়ালে ঘড়িটা মুচকি হাসি দিয়ে বলে দেয় ১১ টা বেজে গেছে, সকালে গাড়িটা যদি একবার মিস হয় তাহলে ৩৫ রিয়াল শেষ । ৩৫ ডাবল ৭০ রিয়াল। কারণ কাজে একদিন না গেলে দুই দিনের হাজিরা ৭০ রিয়াল কেটে নেয় । ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই ভাবে কাটিয়ে দিলাম দীর্ঘ সাত বছর। এরই নাম প্রবাস জীবন। এরই নাম জীবন। - See more at: 108-174-147-93.worldwidewebhosting/immigrant-feedback/2014/01/28/65903/%E0%A6%8F%E0%A6%B0%E0%A6%87+%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE+%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8#sthash.kCKciDYy.dpuf
Posted on: Thu, 16 Oct 2014 07:23:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015