যখন জমবে ধুলা তাণপুরাটার - TopicsExpress



          

যখন জমবে ধুলা তাণপুরাটার তারগুলায়, কাঁটালতা, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা, জমবে ধুলা তাণপুরাটার তারগুলায়৷ ফুলের বাগান বুনো ঘাসে করবে শয্যা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে নদীর ধারগুলায়৷ তখন আমায় না-ই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে, না-ই বা আমায় ডাকলে৷ যখন পড়বেনা মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইবোনো, আমি বাইবোনা মোর খেয়া তরী এই ঘাটে গো....৷৷৷
Posted on: Mon, 01 Sep 2014 18:17:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015