যখন থেকে বুজতে শুরু - TopicsExpress



          

যখন থেকে বুজতে শুরু করেছি তখন থেকেই আমি ঊর্মি কে ভালবাসি। হৃদয়ের গভীর থেকে সমস্ত ভালবাসা উজাড় করে দিয়েছি কিন্তু কখনো প্রতিদান পাইনি।প্রায় দুই যুগ ভালবাসার পরও যখন তাকে পাইনি তখন প্রকৃতির নিওমেই অন্য সবার মতো আমিও বিয়ে করেছি। বিয়ে করেছি বর্ষাকে।নিজের ইচ্ছাতেই করেছি, হয়তো অন্য কাওকে পাইনি বলে। আমি জানি তাকে নিয়েই আমার বাকিটা জীবন কাটাতে হবে।মন না চাইলেও ঊর্মিকে বাদ দিয়ে আমাকে বর্ষাকেই ভালবাসতে হবে। একদিন গভির রাতে যখন বর্ষাকে আলিঙ্গন করে শুয়ে আছি ঠিক তখনি বর্ষা আমাকে চমকে দিয়ে জানতে চাইল আমি তাকে ভালবাসি কিনা? বললাম হু বাসি, তোমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ভাবি আমি ঊর্মিকে ধরে শুয়ে আছি, আমার অনেক ভাল লাগে, আমি তোমাকে অনেক ভালবাসি, কিন্তু চোখ খুলে এক বারও দেখার চেষ্টা করিনি তখন বর্ষার অবস্থা কি ছিল?সত্তি ত বর্ষাকেই ত ভালবাসি তাই না? নিজে Medical doctor না হতে পেরে Veterinary কে আলিঙ্গন করে শুয়ে থেকে Medical কে ভাবি, বিভিন্ন দিক দিয়ে (সুজগ-সুবিধা সহ)নিজেকে তার মত করে মনে করি, পারলে নিজের root টাকেও বিলীন করে দিয়ে Medical profesion এর সাথে নিজেকে মিশিয়ে দেই।সত্তি ত আমি আমার Veterinary কে অনেক ভালবাসি। এখন পর্যন্ত কোন সরকারি বা বেসরকারি চাকুরিতে বা বৃত্তিতে নিজেকে কখনো চিকিৎসা বিদ্যার অন্তর্ভুক্ত করতে পারিনাই, সেই চেষ্টাও করিনাই, সবসময় Agriculture এর অন্তর্ভুক্ত করতে হইছে।নিজে একজন কৃষিবিদ হয়ে কিভাবে আমি নিজেকে human doctor এর ক্যাটাগরিতে ফেলতে চাই? আমারি ত একটা নিজস্ব ক্যাটাগরি আছে তাই না?সেই ক্যাটাগরি তেই থেকে নিজে গর্ব বোধ করি, অন্য কারো সাথে নিজের অস্তিত্তকে মিশিয়ে দিয়ে না। গরু, ছাগল, পাঠা নিয়ে আমাদের কাজ, প্রত্যেকটা veterinarian এর গায়েই ত সেই গন্ধ থাকা স্বাভাবিক, তাই না? এইখানটাতে যদি কারো দ্বিমত থাকে দয়া করে আয়নার সামনে দারিয়ে নিজেকে এক বার ভাল করে দেখে নেবেন।
Posted on: Tue, 02 Sep 2014 07:59:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015