যুবলীগ নেতার সঙ্গে অবৈধ - TopicsExpress



          

যুবলীগ নেতার সঙ্গে অবৈধ সম্পর্ক: বাগানবাড়িতে পার্লার ব্যবসায়ী গৃহবধূর লাশ উদ্ধার নিহত গৃহবধূ দিনাজপুর জেলার বিরামপুর থানার চাপড়া গ্রামের উত্তম হোসেনের স্ত্রী হলেও সম্প্রতি তিনি যুবলীগ নেতা মনসুরের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। এলাকাবাসী জানান, ফারজানা বছর খানেক আগে আশুলিয়ার বগাবাড়ী বাজারে মনসুর আলমের মার্কেটে একটি দোকান নিয়ে বিউটি পার্লারের ব্যবসা করতেন। স্বামী উত্তমকে নিয়ে পার্শ্ববর্তী এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। কিন্তু কয়েকদিন না যেতেই মার্কেটের মালিক যুবলীগ নেতা মনসুরের চোখ পড়ে ফারজানার ওপর। এর কিছুদিন পর মেয়েটির স্বামীকে তাড়িয়ে দিয়ে বাগানবাড়িতে রেখে অবৈধ সম্পর্কের পাশাপাশি বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করেন মুনসুর। আর এ কাজে নের্তৃত্ব দেন মনসুরের সেকেন্ড ইন কমান্ড রাজু মাস্টার ও সোহরাব। সম্প্রতি মনসুরকে ইয়াবাসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর মনসুরের স্ত্রী ও স্বজনেরা ফারজানাকে মেরে তাড়িয়ে দেন। কারণ, তারা জানতেন, ফারজানাকে বিয়ে করেছেন মনসুর। কিন্তু এক সপ্তাহ আগে মনসুর জামিনে বেরিয়ে আবারো তাকে তার বাগানবাড়িতে নিয়ে আসেন। এ সময় ফারজানা তার অধিকার নিয়ে প্রশ্ন তুললে মনসুরের সঙ্গে ঝগড়া হয়। তাই এলাকাবাসীর অভিযোগ, মেয়েটি মনসুরের অবৈধ সম্পর্কের স্বীকৃতি চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। tazakhobor/bangla/bangladesh-local-news/11029-2013-09-10-06-16-36?q=35d2e123873836e8d71e9b3a4d700908
Posted on: Tue, 10 Sep 2013 07:45:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015