রাওদাহ শালাবী । ২২ বছরের - TopicsExpress



          

রাওদাহ শালাবী । ২২ বছরের এই তরুনী পড়ালেখা করে মিশরের আলেক্সান্দ্রিয়া ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ । আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দামী এ সাবজেক্টে প্রথম ১০ জনের মধ্যে তার অবস্থান। সম্প্রতি Reactor 50x নামের একটি পারমাণবিক রিএ্যাক্টর এর ডিজাইন উপস্থাপন করে সে দেশব্যাপী আলোচিত হয়। মিশরের উদীয়মান তরুণ নিউক্লিয়ার সাইন্টিস্টদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ হিসেবে তাকে ধরা হয়। কথা ছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট প্রোগ্রামে তাকে এওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে। সম্প্রতি মিশরে রাবা সাইন দেখানো, মিশর মুক্তি পাক বলে শ্লোগান দেয়া এবং সামরিক জান্তার বিরুদ্ধে কথা বলার জন্য যে ২১ জন মেয়েকে ১১ বছর করে জেল দেয়া হয়েছে তাদেরই একজন এই রাওদাহ শালাবী। #মিশর খবর: মিডল ইস্ট মনিটর https://middleeastmonitor/news/africa/8626-the-youngest-nuclear-scientist-in-egypt-is-behind-bars
Posted on: Mon, 02 Dec 2013 17:38:44 +0000

Trending Topics



TONIGHT (SUN) 7pm, January 26 at Smoken Joes BBQ & Blues--Geoff
One of d best msg on corporate life: In the past few years, 1.

Recently Viewed Topics




© 2015