রেকর্ড বুক থেকে - TopicsExpress



          

রেকর্ড বুক থেকে ফিক্সারদের নাম মুছে ফেলার আহবান হ্যাডলির _______________________________________________ ফিক্সিংয়ের কালো ছোঁয়ায় ক্রিকেট এখন কলুষিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিং খেলাটির সম্মানকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই ক্রিকেটকে রক্ষায় ফিক্সিংয়ের বিপক্ষে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রিচার্ড হ্যাডলি। বিপিএলে ম্যাচ ফিক্সিং করে সারা বিশ্বের অগণিত ক্রিকেটপ্রেমীকে হতাশ করেছেন বাংলাদেশী ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। অথচ এই আশরাফুল অভিষেকেই সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করার গৌরব দেখিয়েছিলেন। তাই তার নাম রেকর্ড বুকে অমলিন। তবে হ্যাডলির পরামর্শ মানলে আশরাফুলের নামও মুছে যেতে পারে। কারণ, হ্যাডলির মতে- ম্যাচ ফিক্সিং করা ক্রিকেটারদের কীর্তি রেকর্ড বুক থেকে সরিয়ে ফেলা উচিত। হ্যাডলি বলেন, “ক্রিকেটারদের নিষিদ্ধ করার মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে। এমনকি শাস্তিটা আরো বড়ও হতে পারে। আসলে রেকর্ড বুক থেকে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতদের নাম মুছে ফেলা দরকার। কারণ, আমার বিশ্বাস জেল-জরিমানার থেকে এটাই বেশি কার্যকরী।”
Posted on: Mon, 19 Aug 2013 17:54:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015