রিক্সাওয়ালাঃ মামা কই - TopicsExpress



          

রিক্সাওয়ালাঃ মামা কই যাবেন ? আমিঃ মৌচাক মোড়ে । রিক্সাওয়ালাঃ বিশটাকা দিয়েন । আমি একটু অবাক হলাম । ভাড়া নিম্নে ত্রিশটাকা, সে চাইলো বিশটাকা । বয়সষাটের কাছে । উঠে পড়লাম । কিছুটা আগ্রহ নিয়েই জিজ্ঞেস করলাম . . . আমিঃ বাড়ি কোথায় আপনার? রিকশাওয়ালাঃ ঢাকাতেই । আমিঃ এই বয়সে রিকশা চালান ? রিকশাওয়ালাঃ কপাল বাজান । পুলা বাইর করে দিসে বাসা থাইক্যা । চারকী করে গার্মেন্টসে। অনেক ভালা চারকী । আমিঃ বের করে দিয়েছে ? কেনো ! রিকশাওয়ালাঃ সারাজনম রিশকা চালায়্যা খাওয়াইছি তাগো এইডাই আমার দোষ , বুঝলেন বাজান? আমি কিছু বলার খুঁজে পেলাম না । রিকশা থেকে নেমে দশটাকা অতিরিক্ত দিতেই নিলোনা । অনেকক্ষন জোড়াজুড়ির পরেও কোনোমতেই ১০টাকা বেশী নেবার আগ্রহ নেই তার । শুধু যাবার সময় বলে গেলো . . . রিকশাওয়ালাঃ বাজান , বাপ মা রে কখনো কষ্ট দিয়েননা । আপনেরা শিক্ষিত লোক । আপনেরও তো পুলাপানহবে । তখন বুঝবেন . . . অন্যসময় হলে ভাবতাম ছিট আছে , তবেআজ মনে হলো 'যখন তোমার কেউ ছিলোনা , তখন ছিলাম আমি ; এখন তোমার সব হয়েছে , পর হয়েছি আমি ।।'
Posted on: Wed, 18 Sep 2013 07:32:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015