রোজার মাস, সংযম পালনের - TopicsExpress



          

রোজার মাস, সংযম পালনের মাস। সংযম পালনে যাতে অসুবিধা না হয় সে জন্য খাবার রেস্তোরাঁ থেকে মোড়ের চায়ের দোকান পর্যন্ত সব দোকান পর্দা দিয়ে ঢাকা থাকে। রোজা রেখে খাদ্যদ্রব্য দেখলে পাছে সংযম ভেঙে যায়!! কিন্তু এই সংযম ভঙ্গ হয়ে যাবার ভয় বিকাল ৪টা পর্যন্তইই বলবৎ থাকে, যদিও রোজা পালনের সময়কাল সন্ধ্যা সাড়ে ছয়টার আগে কখনোই শেষ হয়না। বিকাল ৪টা বাজার সাথে সাথে শহরের নামী-দামী রেস্তোরাঁ থেকে শুরু করে গলির মুখের ছোট খাবারের দোকানী পর্যন্ত মহা সমারোহে বুট, পেয়াজু,বেগুনী তথা টিক্কা,চিকেন ফ্রাই ভাজতে থাকে কোন প্রকার পর্দার বালাই ছাড়াই। এই সকল খাদ্যদ্রব্যের সুঘ্রাণ আমার মত ভুক্ত ব্যক্তির পেটেও সুড়সুড়ি দিয়ে যায়, তাতে সমস্যা নেই। কিন্তু মোড়ের সেই চায়ের দোকানী , তাহার কিন্তু পর্দাপ্রথা চালু রাখতেই হয় যতক্ষণ সহি ইফতারের টাইম না হয়। কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, চায়ের দোকানের চা, কিংবা বিড়ি দেখিলে আপনাদের সংযম পালন অসম্ভব হয়ে পড়ে। কিন্তু বিকাল ৪টা বাজার পরেই এইসব সুখাদ্যের রূপ-রস-গন্ধে আপনাদের সংযমে কোন সমস্যা হয়না !!!!!! ক্যামনে কি ?????!!!!!!!!!!!!!!
Posted on: Mon, 29 Jul 2013 03:44:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015