রাত বাজে তখন ১টা। ছেলেটি - TopicsExpress



          

রাত বাজে তখন ১টা। ছেলেটি ড্রইং রুমে উঁকি মেরে দেখলো তারবাবা টিভি দেখছেন! কিরে ঘুমাস নাই? নাহ। ঘুম আসছে না! আপনি ঘুমান না কেন? আমি আরো দুইটা টক শো শেষ করে ঘুমাবো। কিছু খাবেন? না! তুই যা ঘুমা। ছেলে তখন বাবার অনুমতি ছাড়াই একটা বিস্কুটের বয়াম নিয়ে আসলো! নেন বিস্কুট খান। বিস্কুট পাইলি কই! আমিতো আজ কিছুই আনিনাই! আমি এনেছি। টাকা পাইলি কই!! ছাত্রের বাবা বেতন দিয়েছে আজ। সেখান থেকে এনেছি। বাবা আর কিছু না বলে বয়াম থেকে খুলে কয়েকটা বিস্কুট নিলেন। ছেলেকেও নিজের হাতে বের করে কয়েকটা বিস্কুট দিলেন। নে খা। খেয়ে এখন ঘুমাতে যা। রাত জাগিসনা বেশী। চিরায়ত মধ্যবিত্ত সমাজের প্রতিনিধিত্বকারী এই পিতা-পুত্রের মাঝে সে সময়টায় সর্বচক্ষের অন্তরালে যে নীরব ভালবাসার আলিঙ্গন ঘটে গিয়েছিলো তা প্রকাশ করার জন্য হয়ত কোন বাবা দিবসের প্রয়োজন নেই বা নেই কোন উচ্চাভিলাষী আধিখ্যেতারও! ʘʘ—আকাশ—ʘʘ
Posted on: Wed, 04 Sep 2013 06:14:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015