রিয়াল মাদ্রিদের বেঞ্চ - TopicsExpress



          

রিয়াল মাদ্রিদের বেঞ্চ লিজেন্ড কাকাকে সবাই খুব ভদ্র খেলোয়ার বলে। কিন্তু তাকে সবচেয়ে নিচু মানসিকতার লোক বলাই উচিত। কখনো কাকাকে দেখেছেন বার্সার নামে বা যেকোন বিপক্ষ দলের খেলোয়ারের নামে ভালো কিছু বলতে? না, শুনেননি। মাদ্রিদে নিজের ক্যারিয়ার বাচাতে কাকা রোনালদোর চামচামি করেই গেছে। মাদ্রিদের বেঞ্চে থাকতে তার অনেক ভালোই লাগে বুঝাই যায়। এছাড়া এক বিশ্বকাপে ২টা লাল কার্ড খেয়ে কাকা কুংফুতেও নিজের দক্ষতা প্রমাণ করে। অথচ এই প্লেয়ার নাকি খুব ভদ্র ! আসলে মাদ্রিদের প্লেয়ার মাত্রই অভদ্র আর চামচামির স্বভাবযুক্ত..… একমত? #catalonista
Posted on: Fri, 28 Jun 2013 17:28:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015