রাশিয়ায় বৌদ্ধধর্ম : - TopicsExpress



          

রাশিয়ায় বৌদ্ধধর্ম : উদ্বোধন হতে যাচ্ছে মস্কোর প্রথম বৌদ্ধ বিহার। রাশিয়ায় বৌদ্ধধর্মের গোড়াপত্তন হয় ১৭শ সালের দিকে। এসময়ে তুভা, কাল্মিকিয়া, সাইবেরিয়া অঞ্চলে বৌদ্ধরা বসবাস করু করে। পরবর্তীতে ১৭৪১ সালে রাষ্ট্রীয়ভাবে বৌদ্ধধর্মকে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে রাশিয়ায় বৌদ্ধধর্ম ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে। রাশিয়ার রাজধানী মস্কোতেও বহুকাল ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বসবাস করে আসছে। কিন্তু সেখানে ছিলনা কোন বৌদ্ধ বিহার। তবে, আনন্দের বিষয় হল, গত ১৯ মার্চ, ২০১৪ইং -এ ভয়েস অব রাশিয়ার একটি সংবাদ অবলম্বনে জানতে পারি বহু প্রতীক্ষার অবসানে শীঘ্রই রাশিয়ার প্রথম বৌদ্ধ বিহার উদ্বোধন করা হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করার সুব্যবস্থা ছাড়াও ৩,০০০ বর্গ মিটারের এ বৌদ্ধ বিহারে থাকবে চিকিৎসা ব্যবস্থা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সম্মেলন কক্ষ ও আপ্যায়ন কক্ষ। রাশিয়ার বৌদ্ধ ধর্ম সম্পর্কিত ভিডিওটি দেখুন, রাশিয়ার বৌদ্ধধর্ম সম্পর্কে জানুন এবং শেয়ার করে অন্যকে দেখার-জানার সুযোগ করে দিন... ☸•●► স্বাধীন চিন্তা-চেতনা ও মানব কল্যাণে বৌদ্ধধর্ম◄●•☸ Moscow’s first Buddhist temple will soon welcome believers – its construction in the northeastern Otradnoye district is scheduled to begin this year. The 3,000-square meters facility will also host cultural and medical centers, a conference room and a soup kitchen. Moscow Buddhists have been waiting for this temple for years. In early 2000s, some hope sparked when the-then Mayor Yury Luzhkov and the head of the Republic of Tyva Sholban Kara-ool signed an agreement on constructing a temple and Tuva cultural and shopping center. It was to be ready by 2008, however, the project was shelved. And finally, unfinished project in Otradnoye reappeared under initiative of the Moscow Buddhist community, Alexander Koybagarov, president of Russia’s Association of Buddhists at Karma Kagyu School told VoR.
Posted on: Fri, 01 Aug 2014 08:38:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015