রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, - TopicsExpress



          

রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমাদের একজনের কাছে শয়তান এসে বলে, কে এটি সৃষ্টি করেছে? কে ঐটি সৃষ্টি করেছে? এক পর্যায়ে সে বলে, কে তোমার প্রতিপালককে সৃষ্টি করেছে? তোমাদের কারও অবস্থা এ রকম হ’লে সে যেন শয়তানের কুমন্ত্রণা হ’তে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং এ রকম চিন্তা-ভাবনা করা হ’তে বিরত থাকে’। (অন্য বর্ণনায় রয়েছে, এ অবস্থায় সূরা ইখলাছ পড়ে বামদিকে ৩ বার থুক দেওয়া) (বুখারী, ‘সৃষ্টির সূচনা’ অধ্যায়, ‘ইবলীস ও তার সৈন্যদের আলোচনা‘ অনুচ্ছেদ হা/৩২৭৬; মুসলিম হা/১৩৪; মিশকাত হা/৬৫) প্রবন্ধ মানব জাতির প্রকাশ্য শত্রু শয়তান at-tahreek/may2011/2-4.html
Posted on: Mon, 28 Oct 2013 18:46:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015