রক্ত রক্তের গ্রুপ- - TopicsExpress



          

রক্ত রক্তের গ্রুপ- গ্রুপ এর বৈশিষ্ট্য আর কে কাকে রক্ত দিতে পারবেন- এই নিয়ে আমার পোস্ট। রক্তঃ রক্ত এক ধরনের তরল যোজক কলা (connective tissue). এর স্বাভাবিক তাপমাত্রা ৩৬-৩৮C একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে ৫-৬ লিটার রক্ত থাকে। যেটা দেহের ওজনের ৮%। রক্তের অংশ ২ টি। এক হল তরল অংশ - যার বেশির ভাগ ই পানি। একে plasma ও বলে। সাথে আছে- organic: 7.1-8.1% inorganic: 0.9% (ions) Blood proteins, antibody, pigments etc. অন্যটি হল solid. এটা আবার বিভিন্ন রক্ত কনিকা নিয়ে তৈরি। এখানে আছে WBC, RBC & platelets আমাদের প্রথমে প্রয়োজন RBC. কেননা এই RBC(Red Blood corpuscles) এর plasma membrane এ অবস্থিত mucopolysacchar ide জাতীয় antigen (agglutinogen) থাকে। মনে রাখতে হবে এটা আমাদের দেহের প্রতিরক্ষা ব্যাবস্থা (immune system) forigen particle হিসাবে mark করে। এখানে এই antigen যে শুধু RBC তে থাকে সেটা নয়- bacteria থেকে শুরু করে যেটা আমাদের দেহে antibody তৈরি করে- সব ই antigen. অর্থাৎ - এটা আমাদের দেহের antibody তৈরিতে stimulation দেয়। আমাদের দেহে আরেকটা রক্ত কনিকা হল WBC (White Blood corpuscle) যেটা আবার অনেক রকমের। এদের প্রধান কাজ আমাদের দেহের নিরাপত্তা দেওয়া। অর্থাৎ আমাদের দেহের microscopic army এরাই... এদের কেউ কেউ বাইরের জীবাণুকে গিলে খেয়ে ফেলে... একে বলে phagocytosis. যেমন monocyte/ neutrophil. এরা যখন লিভারে যায় এদের নাম হয় কাফফার সেল, সাধারন কোষ এ macrophage... কেউ কেউ heparin (এটার জন্য দেহের ভিতর রক্ত জমাট বাধে না) আর হিস্টামিন নিঃসরণ করে। যেমন বেসোফিল। আবার ইউসিনফিল অ্যালার্জি প্রতিরোধ করে। যখন Blood Transfusion করা হয় তখন এই lymphocyte ই মেইন ঝামেলা করে। এখন এই lymphocyte নিয়ে কিছুটা বলা যাক। এদের সাইজ কত, সংখ্যা কত - এই গুল অপ্রয়োজনীয়। এই lymphocyte দুই রকম। B lymphocyte ও T lymphocyte. T lymphocyte আবার CD4+T cell & CD8+Tcell এ বিভক্ত। অন্যদিকে B lymphocyte protein ধর্মী antibody তৈরি করে। Blood এ যে antibody থাকে সেগুল মেইনলি IG G,A,M,E,D. (IG=Immune globulin) এই গুল অনেক ক্যাচাল এই ঝামেলায় যাবো না। আমাদের প্রয়োজন antiboby. তাই কিছুটা touch করলাম ব্যাপারটা। আগেই antigen & antibody নিয়ে কিছুটা বলেছি। এখন এই antigen সাধারন ভাবে আবার ২ রকম। A & B. এদের জন্য আবার antibody ও ২ ধরনের। anti-A & anti-B. এভাবে রক্তকে ৪ ভাগে ভাগ করা যায়... A, B, AB & o Blood Group: A: অর্থাৎ antigen A আছে। সাথে আছে anti-B. B: অর্থাৎ antigen B আছে। সাথে আছে anti-A AB: অর্থাৎ antigen A ও antigen B দুইটাই আছে। কোন antibody নেই। O: অর্থাৎ কোন antigen নেই, কিন্তু anti-A & anti-B আছে। এখানে antibody নেই বলতে বুঝান হয়েছে ঐ antigen এর against এ antibody নেই। কেননা যদি antigen A এর সাথে anti-A ও থাকতো- তবে RBC গুল ধ্বংস হয়ে যেত। আর group A যেমন group B কে রক্ত দিতে পারবে না, antigen-antibod y reaction এর জন্য, অন্যরাও পারবে না। অর্থাৎ - Group A: রক্ত দিতে পারবে- group A & AB কে Group B: রক্ত দিতে পারবে- group B & AB কে Group AB: রক্ত দিতে পারবে- group AB কে Group O: রক্ত দিতে পারবে- group A, B, AB & O কে আবারঃ Group A: রক্ত নিতে পারবে- group A & O থেকে Group B: রক্ত নিতে পারবে- group B & O থেকে Group AB: রক্ত নিতে পারবে- group A, B, AB & O থেকে Group O: রক্ত নিতে পারবে- group & O থেকে সংক্ষেপে- AB সবার রক্ত নিতে পারবে এবং O সকলকে রক্ত দিতে পারবে। ঝামেলা এখানেই শেষ হলে ভাল হতো। তবে সেটা হয় নি। কেননা এখনো positive & negative এর ব্যাপার আছে। সেটা পরবর্তী পোস্ট এ। সাথে থাকবে Blood Transfusion করলে কি কি সমস্যা হতে পারে- সংক্ষেপেঃ আমাদের blood group: 1) ABO System 2) Rh System (আগামী পর্বে) 3) MN System (ব্যাক্ষার ইচ্ছা নাই) other blood group systems: Kell, Kidd, Duffy, Diego, Lewis, Lutheran, P, Xg, Dombrock, Colton etc Methods of detection of antigens: a) slide methods b) Tube methods Methods of detection of antibodies: => Coombs test antigen & antibody পরিক্ষা করতে cross match করা হয়- সেটা আবার দুই রকম- major cross matching & minor cross matching আমি আমার পোস্ট লিখতে যে সব বইএর জ্ঞান কাজে লাগিয়েছি- de Gruchys clinical Haematology in medical practice (5th edition) Essential Haematology (By- AV Hoffbrand) Review of Medical Microbiology and Immunology (By- Levinson) উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান (গাজী আজমল ও গাজী আসমত) ধন্যবাদ সাথে থাকুন.....Ecare24 team সর্বদা আপনার সেবায় নিয়োজিত
Posted on: Sat, 18 Oct 2014 12:06:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015