রঙ ছড়াল প্রজাপতি 6 Dec 2014 - TopicsExpress



          

রঙ ছড়াল প্রজাপতি 6 Dec 2014 samakal.net #Jahangirnagar #JU #জাহাঙ্গীরনগর #জাবি #Bangladesh #Butterfly জাবি সংবাদদাতা: প্রকৃতির মাঝে জাল দিয়ে ঘেরা রয়েছে প্রদর্শনীর স্টল। তার ভেতর অনেক রকম ফুল, চিনির রস আর ফল। এর মাঝে ছেড়ে দেওয়া হয় ৮০ প্রজাতির প্রায় ২ হাজার জীবন্ত প্রজাপতি। সঙ্গে সঙ্গে প্রজাপতিরাও মধু পেতে ফুলে ফুলে উড়তে শুরু করে। প্রজাপতির খেলার ছলে মধু আহরণের দৃশ্য দেখে মোহিত শত শত মানুষের চোখ। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রজাপতি মেলা-২০১৪। প্রতিবারের মতো এবারও মেলার প্রতিপাদ্য ছিল উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রজাপতি মেলায় উৎসুক দর্শনার্থীরা সমকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রজাপতি মেলায় উৎসুক দর্শনার্থীরা সমকাল সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রজাপতি অবমুক্ত করেন। তিনি প্রজাপতির পার্ক ও গবেষণা কেন্দ্র উদ্বোধন করেন। প্রজাপতি পার্কটি বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাগারের দক্ষিণে তিন একর জায়গা নিয়ে গড়ে তোলা হবে। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিনি নানা রঙের প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো উৎসব উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে দিনব্যাপী মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিল প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রজাপতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন, অ্যাওয়ার্ড প্রদান, শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি আর্ট ক্যাল্ফপ, প্রজাপতির আদলে তৈরি ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া এবারের মেলায় প্রাণিবিদ্যা বিষয়ক গবেষণায় সার্বিক অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সোহরাব আলীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। প্রজাপতির ক্ষেত্রে বিশেষ আগ্রহ এবং প্রজাপতির বিষয়ে সচেতনতা তৈরির জন্য এবার মেলা থেকে ইয়ং বাটারফ্লাই অ্যাওয়ার্ড লাভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ। পাখির টানে জাবিতে মার্কিন রাষ্ট্রদূত গত বছরের মতো এবারও অতিথি পাখির টানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভ্রমণ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মজীনা। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে অতিথি পাখি দেখতে ক্যাম্পাসের বিভিন্ন লেক পরিদর্শন করেন। এ সময় তিনি দুরবিন দিয়ে অতিথি পাখি পর্যবেক্ষণ করেন। পরে তিনি পথশিশুদের সঙ্গে চা পান করে ক্যাম্পাস ত্যাগ করেন । এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি একজন পাখিপ্রেমী। ঢাকার পাশে হওয়ায় শীতের শুরুতেই অতিথি পাখির ওড়াউড়ি দেখার জন্য আমি এখানে ছুটে আসি। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । samakal.net/2014/12/06/103139
Posted on: Sat, 06 Dec 2014 01:41:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015