রুমে বসে পড়তেসিলাম । - TopicsExpress



          

রুমে বসে পড়তেসিলাম । একটু পর মা দৌড়ায় আইসা বল্লেন.."তাড়াতাড়ি পাশের বাসায় যাতো!!" আমি.. "কেন মা কি হইসে??" মা..."পাশের বাসার ভাবি যেভাবে কান্নাকাটি করতেসেন মনে হচ্ছে বাসায় ডাকাতি হইসে!! যা একটু দেখে আয়!!" কি আর করা!! পাশের বাসায় বেল টিপলাম.. দরজা খুল্ল ফাইজা..(আপনাদের হবু ভাবি!!) আমি বল্লাম... "কি ব্যাপার!! আন্টি কঁাদতেসেন কেন?? বাসায় ডাকাতি হইসে নাকি??" মেয়েটা আমার দিকে অল্প সময় হা করে তাকায় থেকে হো হো করে হাসতে থাকল!!! আমি কিছু না বুঝবেকুবের মতো হা করে তাকায় আছি... এমন সময়ে আন্টি আসলেন.. আমি সালাম দিয়ে বল্লাম ,"কি ব্যাপার আন্টি!!!আপনি কঁাদতেসেন কেন??" আন্টি"বাবারে!! সর্বনাশ হেয় গেছেরে!! ঝিলিক মারা গেছেরে !!" আমি.. "ঝিলিক!!! ও আবার কে?" ফাইজা এত সময় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল... কোনরকমে হাসি থামায়ে বল্ল.."আরে বলদ!! মা সিরিয়ালের ঝিলিক!!" আমি.."কি!! মা সিরিয়ালের ঝিলিক??" আন্টি .." হ্যা বাবা!! এখনআমার কি হবে গো!!" আমি তখন কি বলব!!হাসব না কানবো বুঝতেসিলাম না!! কোনমতে বাসায় আইসা রুমের দরজা বন্ধ করে ফ্যান ফুল স্পিডে ছেড়ে চিন্তা করতে থাকলাম. ... ভাইরে ভাই!! কি দেশে আমরা বাস করিরে ভাই!! যেইখানে কেউ নিজ দেশের একটা নাটকের নামও যানে না সেখানে তারা একটা ভিনদেশী সিরিয়াল দেইখা কাইন্দা কাইটা বড়িঘরমাথায় উঠায়!!!!! বড়োই আজব কাজকারবার!!!!!!@.@ by-Oheen Haque
Posted on: Fri, 05 Jul 2013 17:15:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015