#রুম_নম্বর ১০২ আমি যে মেস - TopicsExpress



          

#রুম_নম্বর ১০২ আমি যে মেস এ থাকি তার একটা বিখ্যাত রুম । বিখ্যাত বলার অনেক কারন আছে । যাই হোক আমি এই রুম এ ওঠার আগে এখানে ছিলেন আমার খুব প্রিয় একজন বড় ভাই । তিনি হলেন #ইমরান_ভাই ! উনি এই রুম টাতে এক বছর এর ও বেশি সময় ধরে ছিলেন । ঐ এক বছরে ভাই কিছু গুরুত্বপূর্ন হস্ত শিল্পের প্রমান রেখে গেছেন রুম এর দেয়াল গুলোতে । আমি বিছানায় শুয়ে , পড়তে বসে ভাইয়ের লিখে যাওয়া অমর বানি গুলো দেখি আর অনেক কিছু ভাবতে বাধ্য হৈ ।তার লিখে যাওয়া কথা গুলো এখানে দিচ্ছি ..... ১... জীবন টা যদি কাঠপেন্সিল দিয়ে লেখা কোনো কবিতা হতো তাহলে রাবার দিয়ে মুছে আবার নতুন করে লিখতাম..... > কথাটা আমার জীবন এর সাথে একদম মিলে গেছে । আমারো আফসোস হয় ইস জীবন টা যদি আর একবার প্রথম থেকে শুরু কয়তে পারতাম :-( ২..ডান পাশের দেয়ালে লেখা #রাব্বি_জিদ্নি_ইলমা ! > এটা আসলে স্মরন শক্তি বৃদ্ধির দোয়া ।এটা অনেকবার পড়া হয় ।বাট মাথায় যে কি ঢুকছে আমার । খালি আজেবাজে চিন্তা । পড়া আর মনে রাখতে পারিনা । :-( ৩..আর এক দেয়ালে লেখা follow the excellence, then the success will follow you >আসলে কোন excellence পিছনে দৌড়ামু ? এই লাইফ এ অনেক excellence এর পিছনে দৌড়াইছি । কষ্ট ও তো কম করি নাই , কৈ আজো কোনো excellence আমারে তো follow করল না । কি যে পাপ করছি রে আল্লাহ :-( ৪...আর এক দেয়ালে লিখছেন পরাজয় মানে ব্যর্থতা নয় ,সাফল্যের পথ একটু দীর্ঘ হওয়া মাএ >সালার প্রতিবারে ই তো কষ্ট করি কিন্তু শেষ মুহুর্তে গিয়ে খালি পরাজিত হৈ । হায় রে সেই চির অধরা সাফল্য তুই কোথায় ? আয় ভাই সাফল্য প্লিজ আমারে ধরা দে । রহমত কর আল্লাহ । ৫...আর ভাই পড়ার টেবিলের ঠিক সামনের দেয়ালে লিখছে Mission 17 hours >এটার মানে হলো ভাই প্রতিদিন ১৭ ঘন্টা করে পড়তেন ।কি আর কমু লেখাটা দেখলেই লজ্জা লাগে । আমার কাছে দৈনিক ১৭ ঘন্টা করে পড়া mission impossible ghoast protocle এর মতো মনে হয় । আর আমি হয়তো পুরা সপ্তাহ মিলেও ১৭ ঘন্টা পড়িনা । :-( তবে আমাগো #নাহিদ টাকলা যা শুরু করছে তাতে এখন থেকে যদি দৈনিক ১৭ hours করে না পড়ি তাতে ভালো জায়গায় চান্স তো দূরের কথা HSC তে হয়তো পাশ ও জুটবে না কপালে ।। :-( #Hail_Al_Imran_vai
Posted on: Sat, 18 Oct 2014 11:28:14 +0000

Trending Topics



sttext" style="margin-left:0px; min-height:30px;"> Not a fan of delusional prudes who take flesh bearing roles away
AK RMN earlier
Life is a cycle of what you make of it, for good or bad and I

Recently Viewed Topics




© 2015