#রুয়েটে ১ম বর্ষে ভর্তির - TopicsExpress



          

#রুয়েটে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। #ভর্তি #পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা টেলিটক প্রিপেইড মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে GCE ‘ঙ’ ও ‘অ’ level এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাসকৃতদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব থেকে ডাউনলোডকৃত আবেদনপত্র পূরণ করে তা ‘ক’ গ্রুপের ৬০০ টাকার এবং ‘খ’ গ্রুপের জন্য ৭০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রার বরাবর দাখিল করতে হবে। চলতি শিক্ষা বর্ষে রুয়েটের ১০টি বিভাগে ৭২৫টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামি ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। #বিস্তারিত দেখুনঃ bdresults24/notice-circular/admission-notice/ruet-admission-test-2014-15-www-ruet-ac-bd/
Posted on: Wed, 10 Sep 2014 17:21:03 +0000

Trending Topics




© 2015