লেকচার-১ (কোরিয়ান - TopicsExpress



          

লেকচার-১ (কোরিয়ান ভাষায় অভিব্যক্তি-১) প্রত্যাশা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার. পরিচালক,মোঃসমিরুল ইসলাম,쏘미룰선생님মোবাঃ-01740975976, E-mail:-asomir_143@yahoo কোরিয়ান বাংলা উচ্চারন বাংলা অর্থ ১ 안녕하세요. আন্নিয়ং হাসেয়ো সালাম ২ 감사합니다/고맙습니다. খামছা হাম্নিদা/খোমাব ছিম্নিদা ধন্যবাদ ৩ 안녕히 계세요. আন্ননিয়ংহি গেসেয়ো ভাল থাকুন ৪ 안녕히 가세요. আন্ননিয়ংহি গাসেয়ো ভালভাবে যান ৫ 죄송합니다/미안합니다. জুইসোং হাম্নিদা/মিয়ান হাম্নিদা দুঃখিত ৬ 만나서 반갑습니다. মান্নাসো বাঙ্গাব ছিম্নিদা দেখা হওয়ায় খুশি হলাম ৭ 여보세요. ইয়ো বুসেয়ো হ্যালো ৮ 수고 하셨어요/고생하셨어요 সুগো হাসিয়োচ্ছয়ো অনেক কষ্ট করেছেন ৯ 너무 좋아해요 নমু জুয়াহেয়ো অনেক পছন্দ করি ১০ 처음 뵙겠습니다 ছউম বুয়েব গেচ্ছেম্নিদা প্রথম দেখা হল ১১ 빨리 하세요 পাল্লি হাসেয়ো তাড়াতাড়ি করুন ১২ 괜찮아요 খুয়েন ছানায়ো সমস্যা নেই ১৩ 좀 도와 주세요. জুম দোয়া জুসেয়ো দয়া করে সাহায্য করুন ১৪ 전화번호 좀 가르쳐 주세요 জনহোয়া বনহো জুম গারিচ্ছিয়ো জুসেয়ো আপনার ফোন নাম্বারটি দয়া করে দিন ১৫ 앉으세요 আঞ্জিসেয়ো বসুন ১৬ 따라 하세요 তারা হাসেয়ো আমাকে অনুসরন করুন ১৭ 부탁 드리겠습니다 বুথাক দিরিগেচ্ছিম্নিদা অনুরোধ থাকল ১৮ 참 예뻐요 চ্ছাম য়েপ্পয়ো দারুন সুন্দর ১৯ 한국말로 하세요 হাঙ্গুক মালরু হাসেয়ো কোরিয়ান ভাষায় বলুন ২০ 잘 먹겠습니다 জাল মকগেচ্ছিম্নিদা মজা করে খাবো ২১ 어서오세요 অসো উসেয়ো স্বাগতম ২২ 맞아요 মাজায়ো সঠিক ২৩ 다시 말씀 해주세요 দাসি মালছুম হে জুসেয়ো দয়া করে আবার বলুন ২৪ 아마 비가 올거예요 আমা বিগা উল কয়েয়ো সম্ভবত বৃষ্টি আসবে ২৫ 잘하셨어요 জাল হাসিয়োচ্ছয়ো ভালো করেছেন ২৬ 크게 말씀 해 주세요 খুগে মালছুম হে জুসেয়ো দয়া করে একটু জোরে বলুন ২৭ 들어오세요 দিরো উসেয়ো ভেতরে আসুন ২৮ 천천히 말씀 하세요 চ্ছনচ্ছনহি মালছুম হাসেয়ো আস্তে আস্তে কথা বলুন ২৯ 또 뵙겠습니다./ 또 봐요 তো বুয়েবকেচ্ছিমনিদা আবার দেখা হবে ৩০ 오늘은 아주 바빠요 উনরুন আজু বাপ্পায়ো আজ অনেক ব্যস্ত বিঃদঃ উচ্চারন ও অর্থে সামান্য তারতম্য হতে পারে। এক ভাষা থেকে অন্য ভাষায় হুবহু অনুবাদ করা কষ্টসাধ্য ব্যাপার আশাকরি, ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । বাংলাদেশ চাঁপাই নবাবগঞ্জ বারোঘরিয়া প্রত্যাশা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার.쏘미룰 선생님 প্রত্যাশা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার. পরিচালক,মোঃসমিরুল ইসলাম,쏘미룰선생님মোবাঃ-01740975976, E-mail:-asomir_143@yahoo কোরিয়ান বাংলা উচ্চারন বাংলা অর্থ ১ 알겠어요 আলগেচ্ছয়ো বুঝেছি ২ 일찍 일어나세요 ইলচিক ইরোনাসেয়ো তাড়া্তাড়ি (ঘুম থেকে) উঠুন ৩ 실례합니다 সিল্লেহাম্নিদা মাফ করবেন ৪ 모르겠어요 মুরোগেচ্ছয়ো বুঝিনি ৫ 늦어서 죄송합니다 নুজছো জুইসোং হাম্নিদা দেরি হওয়ায় দুঃখিত ৬ 오해하지 마세요 ওহে হাজি মাসেয়ো ভুল বুঝবেন না ৭ 잠깐만요 জামকান মান্নায়ো এই যে, একটু দাঁড়ান… ৮ 좀 기다려 주세요 জুম খিদারিয়ো জুসেয়ো একটু অপেক্ষা করুন ৯ 잘 먹었습니다 জাল মগচ্ছিম্নিদা মজা করে খেয়েছি ১০ 잃어버렸어요 ইরঅ বরিয়চ্ছিমনিদা হারিয়ে ফেলেছি ১১ 여기서 세워 주세요 ইয়গিছো সেউঅ জুসেয়ো এখানে থামান ১২ 천만에요 চ্ছন্মান ইয়ো আপনাকে স্বাগতম ১৩ 잊어버렸어요 ইজো বরিয়োচ্ছয়ো ভুলে ফেলেছি ১৪ 저는 한국어를 잘 못 해요 জনুন হাংগুক অরুল জাল মুদ হেয়ো আমি কোরিয়ান ভাষা ভাল পারিনা ১৫ 물 좀 주세요 মুল জুম জুসেয়ো দয়া করে একটু পানি দিন ১৬ 위치 좀 적어 주세요 উইচ্ছি জুম জগঅ জুসেয়ো দয়া করে ঠিকানাটা লিখে দিন ১৭ 오늘 시간이 없으니까 내일 만나요 উনুল সিগানি অবসিনিক্কা নেইল মান্নায়ো আজ সময় নাই তাই কাল দেখা হবে ১৮ 오랜만이에요 উরে গান মান্নায়ো অনেক দিন পর… ১৯ 맛있어요 মাসিচ্ছয়ো স্বাদ আছে ২০ 시간이 조금만 남았어요 সিগানি জুগুম্মান নামাচ্ছয়ো কিছুক্ষণ সময় বাকি আছে ২১ 재미있어요 জেমিচ্ছয়ো আনন্দদায়ক ২২ 많이 드세요 মানি দিসেয়ো বেশি করে খান ২৩ 돈을 벌어서 집을 살게예요 দোনুল বরছো জিবুল ছাল্গোয়ো টাকা আয় করে বাড়ি কিনব ২৪ 너무 피곤해요 নমু ফিগুনহেয়ো অনেক ক্লান্ত ২৫ 너무 비싸요 নমু বিচ্ছায়ো অনেক দামি ২৬ 사진 좀 찍어 주세요 সাজিন জুম চ্চিগো জুসেয়ো দয়া করে ছবি তুলে দিন ২৭ 머리를 짤라 주세요 মরিরুল চ্চাল্লা জুসেয়ো চুল কেটে দিন ২৮ 열심히 하세요 ইয়লসিমহি হাসেয়ো মনোযোগ দিয়ে করুন ২৯ 정말 잘 하시네요 জংমাল জাল হাসিনেয়ো সত্যি অনেক ভাল পারেন ৩০ 다음에 또 오세요 দাউমে তো উসেয়ো আবার আসবেন বাংলাদেশ চাঁপাই নবাবগঞ্জ বারোঘরিয়া প্রত্যাশা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার.쏘미룰 선생님
Posted on: Thu, 01 Aug 2013 14:35:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015