লেখা-লেখি করে আয় করতে - TopicsExpress



          

লেখা-লেখি করে আয় করতে চান? আমরা অনেকেই মোবাইল ব্যাবহার করি। সেই মোবাইলের আছে অনেক রকম খরচ। আবার ব্যাবহার করি ইন্টারনেট। তার বিলতো আরও বেশি। সবকিছুর খরচ বাবা-মা দিতে অনেক সময় রাজি হয়না। পরে দেয় ঠিক। যদি এই বাড়তি টাকা আমরা নিজেরা আয় করতে পারি তাহলে কেমন হয়! আমার স্কুল, কলেজ বা ভার্সিটিতে কত কিছুইনা শিখি। অনেক সময় আমরা বইয়ের বাইরের পড়া বেশি পড়ি। সেই সকল শেখা লেখা ও চিত্রের মাধ্যমে অন্যকে শেখানোর ও শেখার স্থান WWW.AAMADI.COM । এখানে পোস্ট লেখে আয়করা যায় সপ্তাহে ২০০ থেকে ৫০০ টাকা। আর মাসে আয় করা যায় ৮০০ থেকে ২০০০ টাকা। এইটা সাধারন আয়। এইখানে লেখা লেখির সাথে অন্যান্য কাজের মাধ্যমে আয় করা যায় আরও বেশি। যেমন বেনার তৈরি, প্রোগ্রাম অপারেটিং, সমস্যা ও তার সমাধান বেরকরে দেয়া ইত্যাদি। একবার SingUp করে লিখে দেখেন। এইটা কোন জালিয়াতি বা ভুয়া অ্যাড না। এইটা একটা নির্দিষ্ট Company দ্ধারা পরিচালিত। এর যেকোনো প্রকার সমস্যার জন্য রয়েছে Support Team(support@aamadi) । আপনারা চাইলে Facebook – এ লাইক এর মাধ্যমেও সাথে থাকতে পারেন। Facebook ফেন Page facebook/aamadibd । যদি আপনাদের কোন প্রকার সন্দেহ বা নালিশ থাকে তাহলে আপনারা সরাসরি Support Team (support@aamadi) –এর সাথে যোগাযোগ করতে পারেন।
Posted on: Sat, 29 Jun 2013 11:35:09 +0000

Trending Topics



class="stbody" style="min-height:30px;">
Agora cuidado com o que você diz Ou eles vão te chamar de
“It’s a wonderful, splendid book—a book that should be read

Recently Viewed Topics




© 2015