(লেখাটা ওয়াল থেকে অটো - TopicsExpress



          

(লেখাটা ওয়াল থেকে অটো গায়েব হওয়ায় রিপোষ্ট) কোচিং বানিজ্যের ভয়ানক থাবায় পালের গোদা যখন IELTS তথা British Council অর্থাৎ ব্রিটিশ!! ঔপনিবেশিক যুগেও আমাদের থেকে নিয়েছিল। এখনো নিয়ে যাচ্ছে কৌশলে কোটি কোটি টাকা। প্রশ্ন শুধু একটাই যে আমরা কি কেবল শোষিত হওয়ার জন্যই জন্মেছি? #২০১৩ সালে সিলেট রোজভিউ কনফারেন্স হলে IELTS এর সর্বকালের সবচেয়ে বড় গালা ইভেন্টে উপস্থিত ছিলাম। ফ্রি ঐ ব্রিটিশ কাউন্সিল এর অফিসিয়াল ইভেন্টে এ অংশগ্রহণ করে বুঝেছিলাম কত ছাত্র অপেক্ষা করছে টাকার বস্তা ঢালার জন্য এ পথে। হাতে কিছু সময় আছে। ভাবতেছি প্রতিদিন যারা দেশ কাঁপিয়ে IELTS-র ভীষন রকমের বিজ্ঞাপন দেয়, জনসাধরণকে হাবা-গোবা-বোকা আর বোবা বানিয়ে তাঁদের হাজার হাজার টাকা হাতিয়ে নেয় কোচিং-এর নামে তাদের ব্যবসায় একটু লবন ছিঁটাই! #ন্যায়ের পথে আজকে থেকেই লড়াই শুরু করুন, না হলে কালকে খুব ক্ষুদ্র অন্যায়ের সামনেও আপনি মুখ থুবড়ে পড়বেন। কখনো সাহস হারাবেনন না, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই অনেক কিছু বদলে দিতে পারে। আমার দেখা অভিজ্ঞতা থেকেই বলি। সিলেটে হাজার হাজার এমন ছাত্র আছে যারা IELTS দেয়ার জন্য বিভিন্ন বাসা/মেস ভাড়া করে থাকে। চকচকে বিজ্ঞাপন দেখে ও সর্টকার্টে ধনি হওয়ার আশায় এরা প্রতি মাসে থাকা খাওয়া বাবদ গড়ে ৫ হাজার করে খরচ করে। তিনমাসের জন্য কোচিং সেন্টারগুলোকেও গড়ে ১০০০০ করে দেয় ; ফাইনালি ব্রিটিশ কাউন্সিলকেও প্রায় ১৫০০০ হাজার টাকা ফি দিতে হয়। অর্থাৎ একজন ছাত্র প্রায় ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা খরচ করতেছে IELTS করার জন্য। অথচ ১০% ছাত্রই স্কোর ৬ পয়েন্ট করতে পারে কি না সন্দেহ। যা না করলে উচ্চশিক্ষার ভিসা পাওয়া ও সম্ভব না!! তাছাড়া IELTS করলেই ভিসা নিশ্চিত তাও কিন্ত না!!! অথচ ইংরেজি স্কিল ডেভেলপ এর জন্য এই IELTS এর ভুমিকা মোটেও মুখ্য নয়। ইংরেজি ভাল জানার কার্যকরী ও পরীক্ষিত অনেক ভাল পদ্ধতি আছে আমাদের!! তাই এখনই সময় এ বিষয়ের উপর সচেতনতার। আরেকটা বিষয়, IELTS এর এসব সেন্টারগুলোতে সপ্তাহে ৩ দিন ক্লাস,প্রতিদিন ২ ঘন্টার মত ক্লাস। বাকিসময়টুকু অতিরিক্ত স্বাধীনতা পেয়ে ছেলেগুলো অনৈতিক কাজে খুব বেশি জড়িয়ে পড়ে। তাই মেসেজটা সকল অভিভাক পর্যায়ে ছড়িয়ে দেয়াটা জরুরী মনে করলে ছড়িয়ে দিন।
Posted on: Fri, 02 Jan 2015 16:05:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015