লেখাটি যারা গাজা - TopicsExpress



          

লেখাটি যারা গাজা প্রসঙ্গে কিছু বিষয় না বুঝেই আবেগ দিয়ে বর্ণনা করে যাচ্ছেন ১। হিটলারঃ এ কথা সত্য যে হিটলার পুরো ইউরোপ জুড়ে ৬ মিলিয়ন ইহুদী হত্যা করেছিলেন, তার সাথে কিন্তু ১ মিলিয়ন শিশু এবং অন্য বর্ণ গোত্র মিলে আরো ৪ মিলিয়ন লোক ছিল। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় গনহত্যা হিসেবে বলা হতো, উইকিপিডিয়ায় এ বিষয়ে ছবি সহ The Holocaust শীর্ষক বিস্তারিত লেখা আছে, ইসরাইল ফিলিস্তীন প্রসঙ্গ আসলেই অনেকেই হিটলারের প্রশংসায় উন্মুখ হয়ে থাকেন। বাস্তবিক অর্থে হিটলারের নৃশংসতা মানবতা বিরোধী সব কর্মকাণ্ডের-ই একটা বড় অংশ। লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীতে ফুলের দোকানের ১% ও কিন্তু অস্ত্রের দোকান নেই, সবাই শান্তি ভালো না বাসলে এতদিনে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত, মনে রাখতে হবে শান্তির জন্য হিটলার নয়। ২। তালেবানঃ এই আরেকটি বিষয় যা সবচেয়ে বেশী ব্যবহৃত হয় মুসলমান হত্যার ইস্যু এলে। আমরা ভুলে যাই যে তালেবান হচ্ছে একটি বড় জঙ্গি সংগঠন যার দ্বারা প্রতিনিয়ত ইমেজ হারাতে হয় সাধারণ মুসলমানদের। হিসেব করলে দেখা যায় তালেবানের বেশীরভাগ হত্যাযজ্ঞের শিকার খোদ মুসলমান। ৯/১১ এর পর খুব একটা বেশী পশ্চিমা দেশের লোক মারা যায়নি যা হয়েছে তা মুসলমানের বিরুদ্ধেই। আফগান যুদ্ধে এমন দিন যায় নি যে প্রতিদিন কমপক্ষে ৫০ জন মুসলমান কে মেরে ফেলেছে তারা। তাই তালেবান কে প্রশ্রয় দেয়া মানেই হচ্ছে জঙ্গি সংগঠন কে স্বীকৃতি দেয়া। ৩। গুগল ছবিঃ এবারের ইসরাইলী হামলায় এখনো পর্যন্ত ১৭০+ ফিলিস্তীন মুসলমান মৃত্যুবরণ করেছেন। ছবি দেখলে বলার অপেক্ষা থাকেনা যে মানবতারবিরোধী কতটুকু নৃশংসতা তারা চালিয়ে যাচ্ছে, তবুও কিছু ছবি আছে যা কোনভাবেই এই যুদ্ধের সাথে রিলেটেড না, কিছু ছবি পুরনো। গুগল এ সার্চ দিলে যেসব ছবি আসে তাঁতে ক্লিক করলেই যে ওয়েবসাইট থেকে সংগৃহীত হয়েছে তার সাল এবং কারন সহ দেয়া থাকে। তাই ছবি পোস্ট দিয়ে বিভ্রান্ত হবার আগে দেখে নেয়া উচিৎ কোন ছবি কোন সময়ের। ৪। পন্য বর্জনঃ এখানে একটু ঘাপলা আছে সবার মনে, যেসব পন্য বর্জনের কথা বলা হচ্ছে সেগুলোর বেশিরভাগেই ইসরাইলী পন্য না, আমেরিকান পন্য। পণ্যের নাম লিখে সার্চ দিলেই তার চৌদ্দগুষ্টির ইতিহাস উঠে আসে গুগলে। সঠিক পন্য হলে তা বর্জনে আমার কোন দ্বিমত নেই কিন্তু একটা জিনিষ মনে রাখা উচিত আমরা ইস্যু শুরু হলে পন্য বর্জনের কথা বলি পরে আবার নিজেরাই সেই পন্য ব্যবহার করার দিগুন উৎসাহ দেখাই, এই যেমন ফেলানি হত্যার পর সবাই ভারতীয় পন্য বর্জনের ডাক দিয়েছিল, আমরা কি এখন সেই পন্য বর্জন করি? মানিব্যাগের চিপাচাপায় খুজলে ঠিকই এয়ারটেল সিম খুঁজে পাওয়া যাবে, মিউজিক প্লেয়ার মানেই হিন্দি গান আর বাসায় তো সিরিয়াল ছাড়া একদিনও চলে না। ৫। ওআইসি এবং আরব লীগঃ ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ এ গঠিত ওআইসির মুলতন্ত্র হচ্ছে যে the collective voice of the Muslim world and works to safeguard and protect the interests of the Muslim world in the spirit of promoting international peace and harmony বর্তমানে ৫৭ টি মুসলিম দেশের সদস্য চালান এই সংগঠন আর আরব লীগ ২২ মার্চ ১৯৪৫ এ সংগঠিত, আরবে ২২ টি দেশ যুক্ত এ সংগঠনে, তাদের আল্টিমেট গোল হচ্ছে draw closer the relations between member States and co-ordinate collaboration between them, to safeguard their independence and sovereignty, and to consider in a general way the affairs and interests of the Arab countries এখন safeguard আর independence নিয়ে এদুটি সংগঠনের ঘুম কবে ভাঙবে তা কেউ জানেনা, কেউ তাদের বিষয়েও কথা বলতে দেখা যায় না, সবাই যেন এড়িয়ে যাচ্ছে। ৬। ইসরাইলের প্রতিবেশীঃ সিকিউরিটি গার্ডের মত ইসরাইলের চারপাশে বেষ্টিত আছে মহামান্য আরব দেশ গুলি মিশর, জর্ডান, লেবানন আর সিরিয়া আর তাদের ঠিক পেছনে থেকে সুনজর রাখছেন সৌদি, ইরাক অথবা তুরস্কের জমিদাররা। এরা প্রত্যেকে যদি এক হয়ে ইসরাইল কে খাওয়ার প্রয়োজন নেই যদি শক্তভাবে চাপ সৃষ্টি করতো ইসরাইলের উপর ততদিনে আম্রিকা ইউরোপের হাতে থালা বাটি থাকতো। আফসোস, এখানেই ফিলিস্তীন অসহায়। ফিলিস্তীনের সাহায্য করার একমাত্র মালিক আল্লাহ তায়ালার উপর বিশ্বাস রাখি, দোয়া করি আর আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টির কাজ অব্যাহত রাখি, আগামী শনিবার ১৯শে জুলাই ১০নং ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই। You don’t need to be a muslim to stand for Palestine, you just need to be a human... #shobuj ...
Posted on: Wed, 16 Jul 2014 05:06:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015