লক্ষ্য বিপ্লবই, সংস্কার - TopicsExpress



          

লক্ষ্য বিপ্লবই, সংস্কার বিপ্লবের অভিমুখে পদক্ষেপ মাত্র..................... Firstly, to conduct all propaganda and agitation from the viewpoint of revolution as opposed to reforms, systematically explaining to the masses, both theoretically and practically, at every step of parliamentary, trade union, co-operative, etc., activity, that they are diametrically opposed. Under no circumstances to refrain (save in special cases, by way of exception) from utilising the parliamentary system and all the “liberties” of bourgeois democracy; not to reject reforms, but to regard them only as a by-product of the revolutionary class struggle of the proletariat. Not a single party affiliated to the Berne International meets these requirements. Not a single one of them shows that it has any idea of how to conduct its propaganda and agitation as a whole, explaining how reform differs from revolution; nor do they know how to train both the Party and the masses’ unswervingly for revolution. V. I. Lenin, The Tasks of the Third International, 14 July,1919 সংসদীয় গণতন্ত্রে অংশ গ্রহণের যৌক্তিকতা প্রসঙ্গে লেনিন ১৯১৯ সালের জুলাই মাসে তাঁর রচিত The Tasks of the Third International পুস্তিকায় যে আভিমত ব্যক্ত করেছেন তা শিরোধার্য করে বামপন্থীদের বুজোর্য়া সংসদীয় গণতন্ত্রের যাবতীয় “liberties” অর্থাৎ সুযোগ সুবিধা পূর্ণমাত্রায় ব্যবহার করে প্রলেতারিয়েট শ্রেনীসংগ্রামের মাধ্যমে বিপ্লবের স্বার্থে জনগনতান্ত্রিক বিপ্লবকে ত্বরান্বিত করতে হবে। বুজোর্য়া সংসদীয় গণতন্ত্রের সুযোগ সুবিধার মধ্যে নির্বাচন অতিশয় গুরুত্বপূর্ণ । নির্বাচনে অংশ নেবার সুবাদে জনগণের সব অংশের মধ্যে পার্টির মতাদর্শ, কর্মসূচি এবং বর্তমানে প্রচলিত আর্থ, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে পার্টির মতামত ও অবস্থান ধারাবাহিক ভাবে প্রচার করে যেতে হবে। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন অথবা সরকার গঠনে সহায়তা করার সুযোগ এলে তার সদব্যবহার করে জনগণের প্রত্যাশা পূরণের প্রচেষ্টার সাথে সাথে সরকারে থাকার অথবা সরকারকে সহায়তা করার সুযোগ পূর্ণমাত্রায় গ্রহণ করে জনগনতান্ত্রিক বিপ্লবকে ত্বরান্বিত করার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সবসময়ে এটা মাথায় রাখতে হবে যে বামপন্থীদের বুজোর্য়া সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে অংশ গ্রহণ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে ধনতান্ত্রিক আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার কিছুটা সংস্কার করে জনগণকে কিছু রিলিফ বা স্বস্তি দেওয়ার জন্য নয়, এই সরকার গঠনকে হাতিয়ার করে জনগনতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে mass অর্থাৎ শোষিত, বঞ্চিত, নিপীড়িত জনগণকে বিপ্লবের লক্ষ্যে অবিচলিত থাকার ক্ষেত্রে প্রশিক্ষিত করার জন্য ।
Posted on: Sun, 20 Jul 2014 17:22:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015