শিক্ষক.কম এর উদ্যোক্তা - TopicsExpress



          

শিক্ষক.কম এর উদ্যোক্তা ডঃ রাগিব হাসানের গবেষণা সংক্রান্ত এই অনুরোধটি দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইলো - --- --- --- -- কম্পিউটার নিরাপত্তার গবেষণায় সাহায্য করুন - ইন্টারনেটকে করুন নিরাপদ-- অনলাইনে আপনি কতটুকু নিরাপদ? প্রশ্নটা জটিল। এই প্রশ্নের জবাব জানতে আমাকে একটু সাহায্য করুন। সুপ্রিয় বন্ধুরা, আমার নিজের গবেষণায় জন্য আপনাদের সাহায্য চাচ্ছি। বেশি কিছু করতে হবে না, কেবল একটা জরীপের কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে। আমার গবেষণা হলো কম্পিউটার নিরাপত্তা নিয়ে, আর এই জরীপটাতে আমি জানতে চাই, আপনারা কীভাবে ইন্টারনেট এ নানা রকমের পাসওয়ার্ড ব্যবহার করেন এবং পাসওয়ার্ড ম্যানেজ করেন। secret.cis.uab.edu/usersurvey-bengali/ এই জরীপটা একই সাথে ৬টি ভাষায় চালানো হচ্ছে। কম্পিউটার ও ইন্টারনেটের নিরাপত্তাকে আরো জোরদার করা, পাসওয়ার্ড চুরি যাওয়া বন্ধ করা, এবং এই ব্যাপারে সবাইকে সচেতন করার নানা পদ্ধতি বের করাই এই গবেষণার লক্ষ্য। আপনাদের সবার কাছে তাই অনুরোধ, নিচের লিংকে ক্লিক করে গবেষণায় সাহায্য করুন। আপনার মাত্র ২টা মিনিট সময় লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগাম জানিয়ে রাখছি। আর অন্যান্য ভাষাভাষী কেউ থাকলে (ইংরেজি, স্প্যানিশ, আরবি, ফারসি, নেপালি) তাদের কাছে এই লিঙ্কটা পৌছে দেন (secret.cis.uab.edu/user-survey/) * এই গবেষণা জরীপটি আমার ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড এর দ্বারা অনুমোদিত (Protocol Number: E140903001)। *
Posted on: Sat, 27 Sep 2014 06:23:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015