### শাহিনার কথা মনে আছে ? - TopicsExpress



          

### শাহিনার কথা মনে আছে ? সাভারের রানাপ্লাজা ধ্বসে যাওয়ার পরে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিল সে । ওখানেই সে সন্তান প্রসব করে । তাকে বাঁচানোর জন্য জীবন হাতে নিয়ে ধ্বংসস্তূপের ভিতরে গিয়েছিলেন কায়কোবাদ নামের এক লোক । কিন্তু আগুন লেগে যাওয়ায় শাহিনা মারা যায় । সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে কায়কোবাদ ও মারা যায় । পড়তে চান সেই করুন মানবতার কাহিনী ? ### নারায়ণগঞ্জের তকির কথা মনে আছে ? নিষ্ঠুর জিঘাংসার বশবর্তী হয়ে যে কিশোর আর জীবন নদীর ওপারে । পড়তে চান সে কাহিনী ?? ### জীবনের গল্প পড়তে চান ? ### মানবতার গল্প পড়তে চান ? তাহলে ভিজিট করুন - ।। জীবন ক্যানভাসে আঁকা গল্প ।।
Posted on: Fri, 12 Jul 2013 03:02:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015