শাহজালাল বিজ্ঞান - TopicsExpress



          

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- SUST & JSTU এর পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হয়ার কথা থাকলেও এ বছরও আলাদা আলাদা ভাবে ই পরীক্ষা হবে।সেই ধারাবাহিকতায় আগামি ২১ ই মার্চ শাবিপ্রবি এর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি: Exam Date-২১ ই মার্চ,২০১৪(শুক্রবার) Exam Time- A1 unit held in 09:30 am. B1 unit held in 03:00 pm. B2 unit held in 03:00 pm. B3 unit held in 03:00 pm. B4 unit held in 03:00 pm. পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস: সকল পরীক্ষা অবশ্যই শাবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।যদিও অনেকেই যবিপ্রবি তে পরীক্ষা কেন্দ্র দিয়েছিলে তাদের কেও শাবিপ্রবি তে পরীক্ষা দিতে হবে। আসন বিন্যাস জানতে website দেখো পরীক্ষার বিষয় ও সময়: A1 unit- Science : English (20), Bangla (10), Physics (10), Chemistry (10), Math/Biology (10), Bangladesh & International Affairs (30). Humanities : English (20), Bangla (10), Economics, Civics, Logic, Social Science, Social Welfare, History and Islamic History, Bangladesh & International Affairs (30), General Mathematics (10 Commerce : English (20), Bangla (10), Accounting, Business Policies and Application, Bangladesh & International Affairs (30), General Mathematics (10). পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। B1 unit- English(10),Physics(20),Chemistry(20),Math(20). পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। B2 unit-English(10),Physics(20),Chemistry(20),Bi ology(20),Math(20). পরীক্ষার সময় ২ ঘন্টা। B3 unit-English(10),Physics(20),Chemistry(20),Ma th(20),Drowing(30). পরীক্ষার সময় ২ ঘন্টা ৩০ মিনিট। B3 unit-English(10),Physics(20),Chemistry(20),Ma th(20),Drowing(30). পরীক্ষার সময় ৩ ঘন্টা। পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা হবে MCQ পদ্ধতি তে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাতা যাবে। অন্যান্য: i)B1,B2,B3,B4 unit এর জন্য আলাদা আলাদা মেধা তালিকা প্রস্তুত হবে।মেধা তালিকার ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর ভর্তি পরীক্ষা ও SSC & HSC তে প্রাপ্ত গ্রেডের যোগফলের ৩ গুন তবে অনিয়মিত দেড় ক্ষেত্রে ২.৭ গুন হবে। ii)আর্কিটেক্চার এর জন্য অবশ্যই পরীক্ষার্থীই কে ৪০% মার্ক পেতে হবে। iii)ইংলিশ বিভাগে ভর্তির জন্য অবশ্যই পার্থি কে English ৫০% মার্ক পেতে হবে। iv)অর্থনীতি বিভাগে ভর্তির জন্য মানবিক ও বানিজ্য বিভাগের ছাত্র- ছাত্রীদের অবশ্যই গণিতে ৫০% মার্ক পেতে হবে। v)যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রবেশ পত্র: সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজ এর সত্যায়িত ছবি যার পেছনে অবশ্যই পরীক্ষার্থীর নাম ও রোল লিখা থাকতে হবে
Posted on: Thu, 20 Mar 2014 06:38:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015