শুক্রবার, ২০ সেপ্টেম্বর, - TopicsExpress



          

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনার দাবি জানিয়ে জাতিসংঘকে অনুরোধ ২০/৯/২০১৩ বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনার জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ করা হয়েছে। জাতিংসঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে এ অনুরোধ জানিয়ে আজ চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্য অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের সদস্য লর্ড কার্লাইল কিউসি। চিঠিতে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতিকে হুমকির মুখে রয়েছে আখ্যায়িত করে তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের আবেদন জানান। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক দণ্ডদানের কারনে বাংলাদেশে রাজপথে সহিংসতা বাড়ছে। বিচার হয়ে যাবার পর আইন সংশোধন করা এবং সে আইনের অধীনে দায়ের করা সরকার পক্ষের মৃত্যুদন্ডের আবেদন গ্রহণ করায় উব্দেগ প্রকাশ করে লর্ড কালাইল বলেছেন এটি আন্তর্জাতিক আইনে ন্যায়বিচারের যে মানদণ্ড তা লঙ্ঘিত হয়েছে। জাতিংসঘ মানবাধিকার বিষযক হাইকমিশনার নেভি পিলে সম্প্রতি সিরিয়া, মিশর এবং ইরাকের উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদানকালে বাংলাদেশের নাম বাদ রাখায় উদ্বেগ প্রকাশ করেছেন লর্ড কার্লাইল তার চিঠিতে । তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। লর্ড কার্লাইল তার চিঠিতে লিখেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে আমি এ জরুরি চিঠি লিখছি। এর আগে গত ৭ জুন আমি বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি বিষয়ে লিখেছিলাম। আমি বিশেষভাবে জোর দিয়ে উল্লেখ করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানের অবনতি বিষয়ে। বাংলাদেশের মানবাধিকার বর্তমানে গুরুতর হুমকির মুখে রয়েছে আখ্যায়িত করে চিঠিতে বলা হয় সরকারের সমালোচকরা এখানে নানাভাবে নিগ্রহের শিকার। পক্ষপাতদুষ্ট বিচারক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত দণ্ডদানের কারনে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিষয়ে কাজ করে এমন সকলেই সর্বসম্মতভাবে সমালোচনা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের । ট্রাইব্যুনালের বিচার প্রকৃয়ায় আন্তর্জাতিক অপরাধ আইন অবশ্যই প্রয়োগের পক্ষে মত দিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহে আব্দুল কাদের মোল্লা বিষয়ে যে রায় দেয়া হয়েছে তা আরো বিরক্তির বিষয়। সংশোধিত ভূতাপেক্ষ আইন এর অধীনে দায়ের করা মৃত্যুদন্ডের আবেদন গ্রহণ করেছে বাংলাদেশ সুপ্রীম কোট। আসামীকে পুনরায় কোন রিভিউ আপিল আবেদন থেকেও বিরত রাখার কথা বলা হচ্ছে। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রেরি ডিটেনশন থেকে গত বছর বাংলাদেশের এ বিচার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল এ বিচার প্রকৃয়া স্বেচ্ছাচারমূলক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু জাতিসংঘের এ উদ্বেগের বিষয়টি বাংলাদেশ পুরোপুরি অগ্রাহ্য করেছে। আসামীর পুনরায় রিভিউ আবেদনকে অস্বীকার করার মধ্য দিয়ে আবারো তারা আন্তর্জাতিক আইনী রীতিনীতি লঙ্ঘন করল বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। । আব্দুল কাদের মোল্লার রায়ের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বলা হয়েছে এ মৃত্যুদন্ডে ন্যায় বিচারের মানদন্ড লঙ্ঘিত হয়েছে। বিচার হয়ে যাবার পর আইন সংশোধন এবং তাকে ভূতাপেক্ষতা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের মূলভিত্তিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে তারা বলেছে এবং তাদের এ পর্যবেক্ষন সঠিক বলে মনে করি আমি। লর্ড কার্লাইল তার চিঠিতে বলেন, দুই নেত্রেীর প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সংলাপের আহবানকে আমি স্বাগত জানাই । তবে শান্তি নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবশ্যই আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনতে হবে। বাংলাদেশের এ সঙ্কটকে স্বীকার করে নেয়া এবং এ বিষয়ে কথা বলার জন্য আপনার মত হাইকমিশনের সর্বোচ্চ অফিসকে ব্যবহারে এগিয়ে আসতে হবে।
Posted on: Fri, 20 Sep 2013 16:53:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015