শুভ জন্মদিন প্রানপ্রিয় - TopicsExpress



          

শুভ জন্মদিন প্রানপ্রিয় নেত্রী। লাখো শহীদের রক্তঋণ শোধ করে আমাদের দায়মুক্ত করেছেন সকল অর্জনকে ছাপিয়ে আজ আপনি পৌঁছে গেছেন ঈর্ষণীয় উচ্ছতায়। আপনি হাসলে বাঙ্গালী জাতি হাসে, আর দুঃখে কাঁদে। হে বঙ্গকন্যা আপনিই আমাদের শেষ আশ্রয়স্থল। বাংলাদেশ যত দিন থাকবে বাঙ্গালী জাতি যত দিন থাকবে বাংলা ভাষা যত দিন থাকবে তত দিন এই জাতি আপনাকে স্বরণ করবে অশেষ কৃতজ্ঞায়। কালের প্রবহমানতায় প্রজন্ম থেকে প্রজন্মে দৃপ্তভাবেই উচ্চারিত হবে। জয় শেখ হাসিনা জন্মদিনে আপনাকে অভিবাদন দেশরত্ন শেখ হাসিনা। শুভ জন্মদিন জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করার জন্য লক্ষ্মীপুর পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব, আবদুল খালেক ভাই এবং সভাপতি জনাব, শাহাদত হোসেন শরীফ ভাই সহ পলিটেকনিক ছাত্রলীগের সকল নেতা কর্মীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। জয় বাংলা জয় বঙ্গবন্ধ মাহ্দী হাছান সভাপতি Architecture & interior design technology পলিটেকনিক ছাত্রলীগ।
Posted on: Sun, 28 Sep 2014 15:23:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015