শুরু হয়েগেছে পালানো........ - TopicsExpress



          

শুরু হয়েগেছে পালানো........ কর্মীদের ফেলে পালানোর চেষ্টায় আওয়ামী লীগ নেতা, অতঃপর নিজ দলের কর্মিরহাতে আটক শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩ লালমনিরহাট: এ্যাড. মোঃ মতিয়ার রহমান, ক্ষমতাসীন আওয়ামী লীগের লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক। ক্ষমতার পৌনে ৫ বছরে জেলার টেন্ডার ও নিয়োগসহ সব কিছুই ছিল তার একক নিয়ন্ত্রণে। দলের অন্যদের ভাগ না দিয়ে একাই হয়েছেন কোটিপতি। বৃহস্পতিবার রাতে তিনি গোপণে লালমনিরহাট থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বিরোধী দলের আন্দোলনের মুখে একাকী ভেগে যাওয়ার খবর শুনেই ক্ষোভে ফেটে পড়লেন জেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা জেলা শহরের বিমানবন্দর সড়কের একটি বাস কাউন্টারে আটক করলেন মতিয়ারকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা মতিয়ারকে আটক করে জানতে চান, বিএনপি-জামায়াতের আন্দোলনের মুখে আতঙ্কিত নেতাকর্মীদের ফেলে কেন তিনি একা পালাচ্ছেন। নেতাকর্মীদের রক্ষায় কোনো উদ্যোগ না নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় তারা এক পর্যায়ে তার উপর চড়াও হন। প্রায় দেড় ঘন্টা আটক থাকার পর রাত ১০টা ২০ মিনেট জেলা পুলিশের সহায়তায় মুক্তি পান মতিয়ার। এ সময় তিনি নেতাকর্মীদের প্রতিশ্রুতি দেন তাদের ফেলে তিনি লালমনিরহাট ছেড়ে যাবেন না। লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা স্বপন ঘটনার কথা স্বীকার করে বলেন, মতিয়ার রহমান জেলা আওয়ামী লীগের অনত্যতম শীর্ষ নেতা। কিন্তু দেশের বৈরি রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে শুধু নিজেকে রক্ষার চেষ্টা করেছিলেন। মতিয়ার দলের নেতাকর্মীদের কোনো ধরনের দিক নির্দেশনা ও পরামর্শ না দিয়ে বিরোধী দলের আন্দোলনের ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ স্বপনের। লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল হক মামুন জানান, মতিয়ারে কাছ থেকে দলের এক জন সদস্যও উপকৃত হননি। উল্টো রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূল থেকে নেতাকর্মীদের না জানিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এ কারণে তারা তার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। এই ঘটনার ব্যাপারে মন্তব্য জানতে চাইলে সরকারদলীয় নেতা মতিয়ার রহমান কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
Posted on: Fri, 25 Oct 2013 02:15:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015