শ্রীকৃষ্ণের বাল্যকালের - TopicsExpress



          

শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলা- একদিন বৃন্দাবনে প্রভু শ্রীকৃষ্ণ খেলা করছিলেন। এই সময় প্রভু ব্রহ্মা চিন্তা করলেন তিনি কৃষ্ণের সাথে একটি চালাকি করবেন। সুতরাং তিনি কৃষ্ণের প্রিয় সব গোপ- গোপী বন্ধু এবং গোমাতাদের অপহরণ করলেন এবং একটি পাহাড়ের গুহার ভিতর আটকে রাখলেন। কিন্তু শ্রীকৃষ্ণ ব্রহ্মার সাথে এর থেকেও বড় চালাকি করার চিন্তা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং নিজে তার অপহৃত সব বন্ধু বান্ধব এবং গোমাতার ছদ্মবেশ ধারন করলেন। প্রত্যেক গোমাতা এবং বন্ধুদের চেহারা একদম অপহৃত গোমাতা এবং বন্ধুদের মত ছিল। হঠাৎ কৃষ্ণরূপী সব গোমাতা এবং বন্ধুদের চেহারা নীল বর্ণ ধারণ করল। যেই ব্রহ্মা অবাক হয়ে কৃষ্ণ রূপী সেই নীল বর্ণ গোমাতা আর বালকদের দিকে তাকালেন সেই ব্রহ্মা অবাক হয়ে দেখলেন সবাই চতুর্ভুজ রূপী ভগবান বিষ্ণু এবং সবাই একে একে ভগবান কৃষ্ণের ভিতর প্রবেশ করছে। এই দৃশ্য দেখে ভগবান ব্রহ্মা অতি দ্রুত তার হংসের রথ থেকে নিচে নেমে আসলেন এবং তাঁকে প্রজ্জলিত অগ্নি কুণ্ডের মত দেখাচ্ছিল। ব্রহ্মা তার মস্তক শ্রীকৃষ্ণের পায়ে স্পর্শ করলেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে অভিবাদন করে তার চরণকমল তার চোখের জল দ্বারা ধুয়ে দিলেন। ব্রহ্মা, প্রভু শ্রীকৃষ্ণকে অভিবাদন করে বললেন, প্রভু আমি আগুনের ক্ষুদ্র এক স্ফুলিঙ্গ মাত্র। যারা মনে করে যে, তারা শ্রীকৃষ্ণ সম্পর্কে সব কিছু জানে তারা যেন এরকম চিন্তাই করে। প্রভু আমি মনে করি আপনার অসীম শক্তি সম্পর্কে জানা অসম্ভব। আমাদের কখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ কিংবা একজন দেবতা বলে ভাবা ঠিক নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী, প্রকৃতি, বিশ্বব্রহ্মাণ্ড সব কিছুর উৎস। তিনি প্রজাপতি ব্রহ্মারও পিতা। তাই সবাই তার পাদপদ্মে নিজেকে সমর্পণ করুন।
Posted on: Sun, 26 Oct 2014 08:36:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015