সাপ কি আদৌ দুধ খেতে - TopicsExpress



          

সাপ কি আদৌ দুধ খেতে পারে? গো-পালনকারীদের অনেকে তাদের গোয়ালের আনাচ-কানাচে সাপের আনাগোনা ও প্রিয় গাভীটির স্তনে ফাটল- এই দুইয়ের মাঝে একটি কাল্পনিক সম্পর্ক প্রকল্পন করে স্তন ফাটলের কারণ হিসেবে ওই সাপকেই দায়ী করেন। বাস্তবে গো-স্তন থেকে সাপ দুগ্ধ পিয়াচ্ছে- এমন দৃশ্যের কোন দর্শক কী আছে? i. সাপ একটি সরীসৃপ (reptiles), বিশুদ্ধ মাংসাশী (carnivores) প্রাণী । তাই দুধ তার খাদ্য নয় অর্থাৎ সাপ দুধ পান বা তৈরি করতে পারে না। ii. সাপের জিভ দ্বি-বিভাজিত (forked tongue)। এহেন গঠন হেতু দুধ পান সম্ভব নয়। iii. দুধ হজমকারী কোন কার্যকর এনজাইম এদের থাকে না। তাই সাপের দুধ পান প্রশ্ন যুক্ত থেকে যায়। iv. সাপের দন্তগুলো ভেতরের দিকে চাপানো (backward pointed) থাকে যা ওই দ্বি-বিভাজিত জিভ নিয়ে দুধ পানকে সমর্থন করে না। v. গোয়াল বিচরণের হেতু তার শিকার ও প্রজনন উদ্দেশ্যের মধ্যে নিহিত আর গো-স্তনে ফাটল মানুষের ত্বক ফাটলের মতই। তবে স্তন ফাটলের অন্যতম প্রধান কারণ স্তন প্রদাহ (mastitis)। সুত্র : bn.zero2inf/article/1656/snake-milk-banana লেখকঃ এম. মুজিবুর রহমান
Posted on: Tue, 30 Dec 2014 17:51:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015