...সারাদিনের প্ল্যান নিয়ে - TopicsExpress



          

...সারাদিনের প্ল্যান নিয়ে আজকে আবার ঘুরতে বের হচ্ছি আমরা! :D ঘুরাঘুরির শুরুটা হচ্ছে মেলা পরিদর্শনের মধ্য দিয়ে। RAOWA Club এ আজ নাকি কিসের মেলা হচ্ছে! এখানে আমার অনেকবার আসা হয়েছে, #Show করার জন্য। তবে সবসময় রাতে আসছি, দিনে কখনও আসি নাই। মেলা দেখতে তাই ভালো লাগবে বলেই মনে হচ্ছে। :) মেলা দেখা শেষে বনানী-এয়ারপোর্ট রোডে ঘুরতে যাবো। জায়গাটা আমাদের দুজনেরই খুব পছন্দের। অনেক আগে থেকেই যাবো যাবো করেও পরীক্ষার চাপের কারণে যাওয়া হয়ে ওঠে নি। আজ অবশ্যই গিয়ে ঘুরে আসবো। ওখান থেকে আবার বসুন্ধরার i ব্লকে যাবার প্ল্যান আছে, হাতে যদি টাইম থাকে! :/ আর সবশেষে বাকি থাকে খাওয়া-দাওয়া! মীম আপু নাকি আজকে আমাকে #Treat দিবেন! তার প্রথম ইনকামের Treat! এই কথা শুনার পর দুদিন আগে থেকে আমি খাওয়া-দাওয়া বন্ধ করে দিছি! যাতে আজকে কম খেতে পারি সেইজন্য! :P ১০ দিনে কমানো ওজন মনেহয় আজ একদিনেই বাড়ায়ে ফেলবো :v #জীবন_হয়_সুন্দর #Life_is_Beautiful ###
Posted on: Tue, 23 Sep 2014 05:41:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015