সারাদেশে ডিপ্লোমা - TopicsExpress



          

সারাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে অধ্যায়নর ছাত্র/ছাত্রীরা তাদের অস্তিত্ব রক্ষার্তে আন্দোলন করছে এই কথা ইতিমধ্যে আমরা সবাই জেনেছি। এই বিষয় নিয়ে আমার কিছু কথা। আমি ও একজন ডিপ্লোমা ইঞ্জেনিয়ারে অধ্যায়নরত ছাত্র। আমি এইবার দ্বিতিয় বর্ষে আছি। আমি সাইন্স নিয়ে এস এস শি পাশ করেছিলাম।নিম্ন মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ ছেলে মেয়ে কারিগরী শিক্ষার দিকে একটু বেশী ঝুঁকে থাকে। বর্তমানে আমরা সবাই কারিগরী শিক্ষার গুরুত্ব সম্পর্কে অবগত আছি। সরকারী পলিটেকনিকে পড়ায় আমার আশে পাশে অনেক জনকে দেখেছি যারা অনেক দূর থেকে এসে কষ্ট করে পড়ছে। যাদের পরিবারের আর্থিক সচ্ছলতা নিম্নমানের। তবুও বৃদ্ধ পিতা কিংবা মা কষ্ট করে ছেলেকে পড়াচ্ছে। শেষ বয়সে তাদের হাল ধরার জন্য। যেই বার প্রথম ক্লাস করতে গিয়েছিলাম সবার চোখে সে কি উচ্ছাস। সরকারি কলেজে চান্স পেয়েছি। ডিপ্লোমা করবো ইঞ্জেনিয়ার হবো। নিজের সনির্ভরশীল হবো। আপনারা হয়তোবা অনেকে মুখ বেঁকিয়ে বলতে পারেন ডিপ্লোমাতে টিকা এমন কি? তাদেরকে বলছি যেবার আমি পরীক্ষা দিয়েছি সেইবার একটি আসনের পিছনে প্রতিদনদ্ধি ছিলো ২৫ জনের উপরে। ২৫ জনকে টপকানো তেমন কিছু মনে না হলেও আমাদের মধ্যম মানের ছাত্রদের জন্য তা অনেক বড় যুদ্ধ ছিলো। সে যুদ্ধে টিকে খুশী হওয়াতা অসাভাবিক না। আর বিশেষ করে যাদের বাবা মার সামর্থ নেই ছেলে কিংবা মেয়েটিকে বেশী দূর পড়াতে বিশেষ করে তাদের কাছে এটি কিন্তু অনেক বড় পাওয়া। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রি আর্জন করার পর অনেকেই স্বাবলম্বি হয়। কারণ আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরী ক্ষেত্রে পদ মর্যাদা ছিলো সেকেন্ড ক্লাস। অনেকি সে সপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। মাঝ পথে এসে শুনলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ মর্যাদা কমানো হচ্ছে। চাকরী ক্ষেত্রে তাদের পদ মর্যাদা দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে নামানো হচ্ছে। সাথে আরো অনেক পরিবর্তন। বিশেষ করে ৪ বছর পড়ার পর তারা তাদের নামের পাশে ইঞ্জেনিয়ার লাগাতে পারবে না। লাগাতে হবে টেকনিশিয়ান। কিন্তু কেনো? ৪ বছর পড়া শেষ করছি কি টেকনিশিয়ান হওয়ার জন্য। যে টেকনিশিয়ান সার্টিফিকেটের কথা বলা হচ্ছে সেরকম সার্টিফিকেট ৬ মাস কোর্স করে পাওয়া যায়। এই কথায় কি আন্দোলন করা যোক্তিক নয়? ৪ টা বছর কিন্তু অনেক সময়। এতো বছর পড়ে কেউ তো সুপারভাইজার হতে আসেনি? অনেকে হয়তো ভাবছেন ডিপ্লোমা করা খুব সোজা। এক ভাই খুব বড় গলা করে বলেছেন আমরা নাকি গুটি কয়েক চটি বই পড়ে ইঞ্জেনিয়ার হয়। যারা আমাদের ছোট করে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই ৪টি বছরে আমাদের ৬০টির ও অধিক বই শেষ করতে হয়। প্রত্যেক সেমিস্টারে আমাদের ৬/৮ টি করে বই থাকে যা আমরা ৪ মাসে পড়ে থাকি। যে ভাই বা যারা আমাদের চটি বই পড়ে ইঞ্জেনিয়ার হয় বলছেন তাদের উদ্দেশ্যে আমি ২ বছর যাবৎ পড়া কিছু বইয়ের নাম বলছি 1st sem : 1. Bangla 1 2. English 1 3. Mathematics 1 4.Physics 1 5. Social Science 1(Civics) 6. Computer Fundamentals 7. Basic Electricity 8. Engineering Drawing 9. Computer Operation & Word Processing Second Semister : 10. Bangla 2 11. English 2 12. Mathematics 2 13. Social Science 2 (Economics) 14. Chemistry 15.Electronic Device & Circuit 1 16. Electrical Circuits 17.Programming In C 18. Database Management 19.Spreadsheet Analysis 20. Electronic Workshop 3rd Sem: 21. Bangla 3 22 . English 3 23. Mathametics 3 24. Social Science(History& Culture) 25. Physics 2 26. Digital Electronics 1 27. Electronic Device & Circuit 2 28. Data Structure & Algorithm 29. Database Management 30. Auto CAD 4th Sem : 31. Programming in C++ 32. E Service 33.Advanced Digital System 34. Measurement & Instrumentation 35. General Electrical Machine 36.Industrial Power Electronics 37. Applied Mathametics 1 38. Discrete Mathametics 39. Graphics Design এতো গুলো বই পড়ে কেউ সুপারভাইজার হতে আসেনি। আমাদের রাজ পথে নামা অযোক্তিক কিনা আপনারাই বলবেন। এই পর্যন্ত আন্দোলনে বহু হতাহতের খবর পাওয়া গেছে । আপনারা হয়তোবা ভাবছেন আন্দোলন করে গারি ভাংচুর করছে কেনো? এটির জন্য অনেক মানব বন্ধন, শান্তিময় আন্দোলন করা হয়েছিলো। কিন্তু কিছু হয়নি। আর মিডিয়া চুপ ছিলো। এখনো কিন্তু মিডিয়ার তেমন বিচরন দেখছি না। সামান্য ইসুতে আমাদের সোসিয়াল সাইট গুলোতে তোলপাড় লেগে যায় অথচ আজ এই দাবি আদায়ে আমরা ছাড়া আর কেউ কোনো কথা বলছে না। আমরা কি ছাত্র সমাজে পড়ি না? আপনারা ভেবে দেখবেন। by- আশরাফ মামুন
Posted on: Sun, 29 Sep 2013 17:18:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015