সেহেরি খাইয়াই আমার রুমে - TopicsExpress



          

সেহেরি খাইয়াই আমার রুমে আইসা পিসি ছাড়লাম, এক হাতে পানির বোতল আরেক হাতে মাউস। গভীর মনোযোগ দিয়া ফেসবুকের পাসওয়ার্ড টাইপ করতেছি, এমন সময় আব্বু টুপি মাথায় দিয়া মসজিদের দিকে রওয়ানা দিচ্ছেন। বাসা থেকে বাহির হওয়ার গেইটের সাথেই আমার রুম। হাট করে খুলে রাখা রুমের দরজা পাস করার সময় আব্বু একটু থমকে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে দেখলেন আমি হা করে পিসির দিকে তাকাইয়া আছি। আমারে জিগাইলেন - কি করস ? আমি কইলাম - তেমন কিছু না আব্বু, এখনি শুইয়া পড়তেছি। আব্বু এইবার গুটি গুটি পায়ে আমার রুমের ভেতরে ঢুকলেন, বললেন তোরে দেখি সারারাইত-ই কম্পিউটারের দিকে হা কইরা তাকাইয়া থাকোস, এইটা হা কইরা দেখার কি আছে, মাঝে মইধ্যে মুখটা বন্ধ কইরাও তো তাকাইতে পারোস, কম্পিউটার কি অস্টম আশ্চর্য যে এর দিকে হা কইরা তাকাইয়া থাকতে হইবো ! আমি সাথে সাথে মুখ বন্ধ করলাম, ফেসবুক মিনিমাইজ করলাম, এবার হাসিখুসি চেহারা করে বাবার দিকে তাকালাম আমার এই চেহারা আব্বুর বিশেষ একটা পছন্দ হলো না, কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে চোখে মুখে তাচ্ছিল্য ফুটিয়ে আঙ্গুল নাড়িয়ে তিনি বললেন তোর কম্পিউটারে গুগল আছে ? আমি উপরে নিচে মাথা নাড়লাম, আব্বু বললো তাইলে একটা খোঁজ দে তো - পৃথিবীর কোন দেশে পাচ ফুট ছয় ইঞ্চি গরু পাওয়া যায় ? আমি ব্যাপক উৎসাহ নিয়া গুগলে ঝাঁপাইয়া পড়লাম, এইটা কোন ব্যাপার ! গুগল মামার কাছে এই প্রশ্নের উত্তর ডাল-ভাত, মুহূর্তের মধ্যেই বাহির কইরা দিবো। আব্বুর কাছে হিরো হওয়ার এমন সুযোগ হাতছাড়া করাটা বোকামী... গুগল ওপেন করে তাতে লিখলাম where does 56 cow lives in the world? খুব সন্তোষজনক কোন উত্তর পাইলাম না আমার প্রানান্তকর চেষ্টা দেখে আব্বুর খুব মায়া হলো, এই কাজে খ্যান্ত দিতে বলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন, আমিও হাফ ছেঁড়ে বাচলাম - পরমুহূর্তেই আবার রুমে ঢুকলেন একটা A4 সাইজের প্যাকেট নিয়ে। বললেনন তোর এইসব গুগল ফুগল বাদ দিয়া ঘুমাইতে যা, আর এই প্যাকেটের মধ্যে ঐ প্রশ্নের উত্তর পাইয়া যাবি, এখন থেকে ডেইলি একবার করে ঐ প্রশ্নটা করবি আর উত্তর জানার জন্য এইটা দেখবি। কথা শেষ করেই উনি নামাজে চলে গেলেন......... আমি খুব আগ্রহ নিয়ে প্যাকেটটা খুললাম, ভেতর থেকে বের হলো একটা আয়না !!! লিখা: Rakib Kishore
Posted on: Sat, 26 Jul 2014 10:42:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015