সকাল বেলা 8:00 am, পাগলী ওরফে - TopicsExpress



          

সকাল বেলা 8:00 am, পাগলী ওরফে ইতি বিশ্বাস বাসায় আসছিলো!!!! আমার রুমে আসলো... থাপ্পর মারল... চলে গেলো....:-O আর বলে গেলো আমার টেষ্ট পরীক্ষা দোয়া করিস... এত বড় অপমান সহ্য করে গেলাম.. সুধু মাত্র সপথ নিছি আল্লাহর পথে থাকব বলে... এইবার তোরাই বল ওর মেন্টালী প্রবলেম নাই? ও ফিমেল হয়ে দির্ঘদীন মেল আইডি দিয়া আমার সব ব্যাপার জানছে অদিতির কথা বাসায় বলে দিছে... ভালো লাগে না আর বাচঁতে..:-( অদিতির সাথে তো আমার ব্রেক আপ হয়ে গেছে... ও বলছে আমার আল্লার কসম আমি ওকে ফোন না করি... যা সব আপদ দুর হ.... আমার জীবন নতুন করে শুরু করছি.. মুসলিম হয়ে প্রতিদিন বিপদে পড়তেছি... তবুও আল্লাহর পথ ছাড়ব না... যতই বিপদ আসুক ঝড় আসুক.... আর আমার এখন কোন বন্ধুর দরকার নাই... আমার বন্ধু আল্লাহ... আমার অভিভাবক তিনি... তিনি আমার সকল সমস্যা দুর করে দিবে... তবে মানুষ গুলি চিনতে পারব... ;->
Posted on: Sat, 28 Sep 2013 10:08:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015