সত্যিই অবাক করার মত - TopicsExpress



          

সত্যিই অবাক করার মত কান্ড !!! * আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মাসিক বেতন প্রায় ২৫ লক্ষ ৭০ হাজার টাকা * ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের মাসিক বেতন প্রায় ১৪ লক্ষ ৮০ হাজার টাকা * কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের মাসিক বেতন প্রায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা * জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মাসিক বেতন প্রায় ১৬ লক্ষ ২০ হাজার টাকা * ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতন প্রায় ২ লক্ষ ৩৫ হাজার টাকা * চীনের প্রেসিডেন্ট জি জিনপিং-এর মাসিক বেতন প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা উপরের সবার বেতন একত্রিত করলে মোট মাসিক বেতন হয় ৭৮ লক্ষ ৮৩ হাজার টাকা। কিন্তু ...... শেখ হাসিনার একজন উপদেষ্টা এবং তারই পুত্র সজীব ওয়াজেদ জয়ের মাসিক বেতন প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা (২০০,০০০ ইউ এস ডলার) !!! বিশ্বের সর্ববহৎ এবং শক্তিময় উপরোক্ত ৬টি রাষ্ট্রের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর থেকেও বেশী !! বাংলাদেশের মতো ২৫টি রাষ্ট্রের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বেতন এক করলেও সজিব ওয়াজেদ জয়ের বেতনের সমান হবেনা !! হায় সেলুকাস, কি বিচিত্র এই দেশ !!!
Posted on: Thu, 02 Oct 2014 15:07:21 +0000

Trending Topics



>
La Femme Prom Dresses at Touch of Class in Napanee....... La
Ive been thinking a lot about the Christmas story, and the more

Recently Viewed Topics




© 2015