সত্য কথা তাই কপি করে - TopicsExpress



          

সত্য কথা তাই কপি করে নিলাম ,,,,,,,,, আমাদের একটা বন্ধু আমাদের সবার মতই ডাঃ জাকির নায়েকের শুভাকাঙ্খী ছিল । সে জাকির স্যারের লেকচার শুনত পছন্দও করত । হঠাত্ কি হল একদিন এসে বলে ডাঃ জাকির নায়েক কাফির , মুনাফিক , ইহুদী খ্রিস্টানদের দালাল ইত্যাদিইত্যাদি । আবার একটা বিশেষ ধরনের টুপি নিয়ে আসল আর বলতে লাগল এই টুপি বাদে অন্যসব টুপি হারাম । আমরা তো অবাক হয়ে গেলাম । হঠাত্ করে আবার কি হল । পরে জানতে পারলাম ওর ভাই ঢাকার কোন পীরের মুরিদ হয়েছে । জটাধারী পীর । মাসে একবার গোসলকরে কি করে না তাই চুলে জট লেগে গেছে । তার আবার নামাজও পড়তে হয় না কিংবা ইসলামের অন্যান্য ইবাদাত গুলো পালন করতে হয় না । কারণ, নামাজ রোজার উদ্দেশ্য হল আল্লাহর দীদার লাভকরা । সে দীদার লাভ করে ফেলেছে । তার আর নামাজরোজার দরকার নেই । এখন সে তার ভক্তদেরও অভিনবপদ্ধতিতে আল্লাহর দীদার পাইয়ে দেবার চেষ্টা করে । এই মহান (!) পীরই ফতোয়া দিয়েছেন ডাঃ জাকির নায়েক কাফের । আর ঐ যে বিশেষ টুপি সেটাও তার আবিষ্কার । তাই , আশা করি আপনাদের বুঝতে কষ্ট হবে না কারাডাঃ জাকির নায়েকের বিরোধীতা করে ।
Posted on: Wed, 26 Jun 2013 09:13:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015