সত্য কথা বলাও কি অপরাধ? - TopicsExpress



          

সত্য কথা বলাও কি অপরাধ? একজন মানুষ কি আরেকজনকে হত্যা করতে পারে? একজন মুসলিম কিভাবে অপর মুসলিম কে হত্যা করে? তা ও আবার গলা কেটে! উনি তো যা বলতেন যুক্তি- প্রমান দিয়ে বলতেন। ইসলামের প্রকৃত স্বরূপ টাই মানুষের সামনে তুলে ধরতেন। নাকি তার শান্তিপ্রিয় যুক্তিবাদী কথাবার্তা জঙ্গীবাদী তথাকথিত, লৌকিক ধমর্বাদীদের মৌলবাদী স্বার্থে আঘান হেনেছে? নবী দোহিদ্র ইমাম হোসাইন (র:) কে যারা গলা কেটে শহীদ করে কারবালায় উল্লাসে মেতেছিল তারা ও নিজেদের মুসলিম দাবী করতো, এদের মুখে দাঁড়ি মাথায় টুপি ছিল। প্রকৃত ইসলাম মুছে যায়নি। ঘাতকরা হাজী সেজে এসে নিজ বাড়িতে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে জবায় করে হত্যা করেছে। বিশ্ববাসী আরেকটি কারবালা দেখলো! তবে তার আদর্শকে হত্যা করা যায়নি, ধ্বংস করা যাবেনা তার অসংখ্য ভিডিও, বরং মানুষের আগ্রহ বাড়বে এসবের প্রতি। কৌতুহুল জাগবে, কি বলতেন তিনি যা তার মাথা কাটার কারন হয়ে দাড়ায়? প্রতিটি কারবালা ইসলামকে জিবিত করে। ত্যাগ চায় মর্সিয়া, ক্রন্দন চাহিনা।
Posted on: Thu, 28 Aug 2014 07:41:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015