সন্ধ্যা বেলা! বাসা থেকে - TopicsExpress



          

সন্ধ্যা বেলা! বাসা থেকে এমনিতেই বের হয়েছি,উদ্দ্যেশ্যের কথা বলতে গেলে...তেমন কোনো উদ্দ্যেশ্য নেই!নেই কোনো নির্দিষ্ট গন্তব্য! বাসার পাশাপাশি কোনো এক দোকানে ঢুকলাম মোবাইলে টাকা রিচার্জ করতে! যে রিচার্জ করবে সে তখন মোবাইলে কথা বলায় ব্যাস্ত! :/ দোকানে অন্য লোকদের মধ্যে গল্পগুজব চলছে... একটি ছেলে,আমার চেয়ে কয়েক বছরের বড় হবে...বলতেছে... আমার এক খালাম্মা ডেলিভারির সময় মইরা গেছে গা!!!অহনও মনে অইলে খুব খারাফ লাগে! :( যাই হোক...পাশ থেকে আরেকজন হঠাৎ করে বলে উঠলো... হ ভাই,ডেলিভারি রোগ,খুব খারাফ একটা রোগ।আমার বাফেও(বাবাও) এই রোগে মইরা গেছে :o দোকানের সব লোক এইবার এই আবালের দিকে তাকাইয়া আছে...হালায় কইলো কি এইডা!!! o.O বেটায় বেক্কলে...সবার দৃষ্টি তার দিকে দেইখা...।হালকা ভয় পাইয়া আবার বলে উঠলো... মানে...এত খারাফ রোগ না!আমার বাফে আস্তে আস্তে মরছিল,যেই হাসাফাতালে দিছিলাম,হেইডার চিকিৎসাও ভালা আছিলো না ত!তাই মইরা গেছিলো গা আরকি!!! :o অবশেষে সারা দোকান জুড়ে অট্টহাসির জোয়ার :v :v :v সবার মনে হয়ত তখন একটাই প্রশ্ন......এই এলিয়েন হালায় দুনিয়ায় আইলো কইত্তে??? :D :D :D
Posted on: Tue, 03 Dec 2013 16:58:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015