সবাই পরলে অনেক খুশি - TopicsExpress



          

সবাই পরলে অনেক খুশি হব...........।॥ একদিন উদাস মণে বসে রইলাম এক গাছের ধারে, সেই গাছের ডালে বসেছিল এক পাখি মণের সুখে। পাখিটি আমাকে জিগ্গেস করলো,"কি হয়েছে তোমার?" আমি বললাম,"কিছু না।" তখন পাখিটি আবার জিগ্গেস করলো,"বলনা কি হয়েছে তোমার?" তখন আমি পাখিটিকে বললাম,"আমি যাকে ভালোবাসি,সে আমাকে ভালোবাসে না।কিন্তু,যে আমাকে ভালোবাসে,তাকে আমি ভালোবাসি না।" তারপর পাখিটি বললো,"জীবনে তাকেই ভালোবেসো যে তোমাকে ভালোবাসে,কারন কারো কাছে তুমি কিছু না ও হতে পারো But তার কাছে তুমিই হয়ত তার সব॥তাকে ভালোবেসো না যে তোমাকে ভালোবাসে না,কারন সে কখনোই তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারবে না।" এই কথাগুলো বলে পাখিটি চলে গেল........ Then আমি কথাগুলো Realize করলাম & উদাসিনতাকে ফেলে রেখে চলে এলাম........! By N Islam IsLam N BaBu
Posted on: Sun, 15 Sep 2013 15:43:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015